সানি লিওন কে? অনেকেই মুচকি হেসে বলবেন, পর্নস্টার। উত্তরে কোনও ভুল নেই। কিন্তু স্রেফ ওই একটা পরিচয় যে যথেষ্ট নয়, সেকথা বারবার প্রমান করেছেন সানি নিজেই। সম্প্রতি তেমনই এক কাজের দরুন ফের তিনি হয়ে উঠেছেন মসিহা। আসুন শুনে নিই।
সমাজিক ভেদাভেদ তাঁকে এখনও তেমন ছুঁতে পারেনি বললেই চলে। তথাকথিত উচ্চবিত্তদের মতো নাক উঁচু স্বভাবও তাঁর নেই। তাই বহুবার বিতর্কে জড়িয়েও, সানি লিওন প্রমাণ করে দিয়েছেন মানুষের পরিচয় তার কাজ। নিজের জীবনে এমন অনেক কিছুই তিনি করেছেন যা করার সাহস অনেকেরই নেই। স্রেফ সাহস নয়, কিছু কাজের জন্য মানসিকতাও আলাদা হওয়া প্রয়োজন। সেটাও যা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন সানি লিওন।
আরও শুনুন: বিপদের আশঙ্কায় কৃষ্ণ মূর্তিকে বিসর্জন! পাঠ্যবইয়ের গল্পে ধর্মীয় ভাবাবেগে আঘাতের দাবি, সরব বিজেপি
কী ঘটেছে ঠিক?
ঘটনাটি সরাসরি সানি লিওনকে কেন্দ্র করে নয়। এমনকি এর সঙ্গে তাঁর পরিবারের কেউও জড়িয়ে নেই। যদিও সানি তেমনটা মনে করেন না। তাঁর কাছে, পরিবার বলতে স্রেফ রক্তের সম্পর্ক থাকা মানুষরাই যথেষ্ট নয়। যাঁদের উপর তিনি নির্ভরশীল, তাঁরাও পরিবার বলেই মনে করেন সানি। এই ঘটনাও তেমনই একজনকে কেন্দ্র করে। মহিলা সানি লিওনের বাড়ির গৃহসহায়িকা। সম্প্রতি তাঁর ৯ বছরের কন্যা নিখোঁজ হয়ে গিয়েছে। ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন মহিলা ও তাঁর পরিবারের সকলেই। বহু খোঁজাখুঁজি করেও কিছু লাভ হয়নি। পুলিশে রিপোর্টও লিখিয়েছেন ওই মহিলা। কিন্তু তবুও কিশোরী বাড়ি ফেরেনি। আর নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন সানি লিওনও। ঘটনার পরদিনই নিখোঁজ হয়ে যাওয়ার খবর নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সানি। সেখানে কিশোরীর সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। কীভাবে, কোথাও নিখোঁজ হয়ে সব। শুধু তাই নয়, যে ওই কিশোরীর খোঁজ দিতে পারবে তাঁকে নগদ ৫০ হাজার টাকা পুরষ্কার দেবেন বলেও জানিয়েছেন সানি। নেটদুনিয়ায় বিনীত অনুরোধ রেখেছেন মেয়েটিকে খুঁজে দেওয়ার। এখানেই শেষ নয়, নিজের পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেছেন সানি। তাঁরাও যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন সেই অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। এমনিতেই এইধরনের ঘটনায় আর্থিক পুরস্কারের ব্যবস্থা থাকে। এক্ষেত্রেও কিশোরীকে খুঁজে দেওয়ার পুরস্কার হিসেবে ১১হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে স্রেফ ওই টাকাই নয়, কিশোরীকে খুঁজে দিলে অতিরিক্ত ৫০ হাজার টাকা নিজের থেকেই দেবেন বলে জানিয়েছেন সানি।
আরও শুনুন: দীপাবলির শুভেচ্ছায় উর্দু শব্দ কেন? হিন্দু নেতাদের আপত্তির জেরে পিছু হটল শপিং মল
আর এই ঘটনায় অবাক নেটদুনিয়া। প্রায় সকলেই সানির এই মহানুভবতার জন্য কুর্নিশ জানিয়েছেন। তবে এই মুহূর্তে সেসব দিকে মাথা ঘামাতে নারাজ সানি। নিখোঁজ কিশোরীর খোঁজ পাওয়াই এখন একমাত্র উদ্দেশ্য। তবে একথা বলাই বাহুল্য এই কাজ করে তিনি ফের নিজেকে আলাদা প্রমাণ করেছেন। গৃহসহায়িকার জন্য এতটা হয়তো অনেকেই ভাবেন না। কিন্তু সানি ভেবেছেন। শুধু ভেবেছেন বললে ভুল হবে, তিনি নিজের সাধ্যমতো চেষ্টাও করেছেন।
View this post on Instagram