পরীক্ষার খাতায় আকুল হয়ে ঈশ্বরের খোঁজ। উত্তরের জায়গায় লেখা, ‘ভগবান কাঁহা হ্যায় রে তু!’ কিন্তু পড়ুয়ার এমন কাণ্ডে কি মন গলল শিক্ষকের? এহেন খাতা পেয়ে কী বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
সারাবছর ভগবানের প্রতি বিশ্বাস থাক বা না থাক, পরীক্ষা সামনে এলে মনোভাব বদলে যায় অনেক পড়ুয়ারই। প্রস্তুতি ভাল হলেও, অনেকে নিজের উপর পুরোপুরি ভরসা রাখতে পারেন না। আর পড়াশোনায় মন না বসলে তো কথাই নেই। পরীক্ষার বৈতরণী পার করার জন্য তখন ঈশ্বরকেই আঁকড়ে ধরতে চান অনেক পড়ুয়া। এই পড়ুয়াও প্রায় সেই পথেই হেঁটেছেন যেন। তবে তফাত রয়েছে। প্রচলিত ভাবে ঈশ্বরের নাম করেননি তিনি। বরং বলিউডের হিন্দি গানের সূত্র ধরেই তাঁর প্রশ্ন, ‘ভগবান কাঁহা হ্যায় রে তু!’
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: বিরিয়ানি নয়! এক বছরে ৮,৪২৮ প্লেট খাবার কিনে ৬ লক্ষ টাকা খরচ হায়দরাবাদের ব্যক্তির
আসলে পরীক্ষার খাতায় কোনও প্রশ্নেরই পুথিগত উত্তর লেখেননি তিনি। বদলে উত্তরের জায়গায় একাধিক হিন্দি গান লিখেছেন ওই পড়ুয়া। আর সেই উত্তরপত্রের ছবিই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, পরীক্ষার খাতায় প্রথম প্রশ্নের জবাবে পড়ুয়া লিখেছেন জনপ্রিয় হিন্দি ছবি ‘থ্রি ইডিয়টস’-র গান, ‘গিভ মি সাম সানশাইন।’ আমির খান অভিনীত এই সিনেমা শিক্ষাপ্রতিষ্ঠানের চাপ, ধরাবাঁধা পড়াশোনার বিরুদ্ধে গিয়েই কথা বলেছিল বারবার। এই গানটিতেও ফুটে উঠেছিল সেই বক্তব্যই। তবে এখানেই শেষ নয়, আরও একটি প্রশ্নের উত্তরেও আমির খানেরই আরও একটি ছবির গান বেছে নিয়েছেন ওই পড়ুয়া। তৃতীয় প্রশ্নের উত্তরে তিনি লিখেছেন ‘পিকে’ ছবির ‘ভগবান, হ্যায় কাহাঁ রে তু’ গানটি। তবে এরই মাঝে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আর গান লেখেননি তিনি। বরং সোজা গদ্যেই খোদ ঈশ্বরের কাছে আরজি জানিয়েছেন, তাঁকে বুদ্ধি দেওয়ার জন্য।
আরও শুনুন: ধূমপানের জেরেই জরিমানা ১৩ লক্ষ টাকা! সংস্থার নির্দেশে হতবাক ব্যক্তি
জানা গিয়েছে, ওই উত্তরপত্রটি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের। পড়ুয়ার কাণ্ড দেখে পালটা দিয়েছেন শিক্ষকও। উত্তরপত্রের সাদা পাতাতেই লিখে দিয়েছেন, আরও উত্তর, থুড়ি গান লিখতে পারতে। যদিও নম্বরের জায়গায় একটি বড় শূন্যই কপালে জুটেছে ওই পড়ুয়ার। ‘সিইউমিমসসিইউয়ানস’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিও দেখে হাসির রোল তুলেছেন নেটিজেনরা।