রিল বানানোর প্রতিযোগিতা। পুরস্কার দেড় লক্ষ টাকা। খোদ মোদি সরকার এই টাকা তুলে দেবে বিজয়ীর হাতে। তবে বিশেষ এক শর্তও রয়েছে। সেইসব মেনে রিল বানালেই পুরস্কার। ঠিক কেমন সেই শর্ত? আসুন শুনে নেওয়া যাক।
রিল বানালেই মিলবে পুরস্কার। তাও আবার দেড় লক্ষ টাকা। এমনি এমনি পুরস্কার মিলবে না যদিও। প্রতিযোগিতায় সেরার সেরা হতে হবে। শুধু তাই নয়, রিল তৈরির ক্ষেত্রেও মানতে হবে বিশেষ শর্ত। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে মোদি সরকার।
সোশাল মিডিয়া মানেই রিল। এমনটা বললে বোধহয় ভুল হয় না। নতুন কিছু করলেই ছোট করে তার ভিডিও তৈরি করা অনেকেরই নেশা। শুধু রিল তৈরি নয়, এ জিনিস বুঁদ হয়ে দেখে আট থেকে আশি। কী নেই রিলের দুনিয়ায়! পুজো থেকে বিয়ে সব ক্যামেবন্দী। ঘরে বসেই রিল দেখে ঘুরে নেওয়া যাবে পাহাড়, সমুদ্র, জঙ্গল সবকিছু। অনেক সময় রিল দেখে উপকারও হয়। বিভিন্ন তথ্য জানিয়ে রিল তৈরি করেন কেউ কেউ। সেসব দেখে জানা অজান অনেক কিছুই শিখে নেওয়া যায়। বিভিন্ন সোশাল মিডিয়া পেজের তরফে রিল তৈরির প্রতিযোগিতাও আয়োজন করা হয়। তবে এবার সেই আয়োজন করছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন যা আসলে, কেন্দ্র সরকারের এক সংস্থা। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন’। নাম শুনেই বোঝা যাচ্ছে এর সঙ্গে প্রধানমন্ত্রী নমোর সরাসরি যোগ রয়েছে। আসলেই তাই। প্রতিযোগিতার যে শর্ত রাখা হয়েছে তাতেই স্পষ্ট হয়েছে বিষয়টা।
ঠিক কী বলা হয়েছে নিয়মে?
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মূলত তৈরি করতে হবে একটি শর্ট ফিল্ম। তবে তার দৈর্ঘ এমন কিছু বড় হলে চলবে না। সেই কারণেই এর সঙ্গে রিলের তুলনা করা হচ্ছে। কয়েক মিনিটের এই ভিডিওতে কী দেখানো হবে তা সম্পূর্ণ প্রতিযোগীর সিদ্ধান্ত। অর্থাৎ বিষয়ের ক্ষেত্রে কোনও বাঁধন রাখা হয়নি। শর্ত একটাই, রিল বা ভিডিওতে থাকতে হবে অত্যাধুনিক নমো ভারত ট্রেন এবং আরআরটিএস স্টেশন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে এই নতুন ধরনের স্টেশন তৈরি করছে মোদি সরকার। সেইসঙ্গে চালু হচ্ছে নমো ভারত ট্রেন। এর প্রচার সারতেই অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে কেন্দ্র সরকার। যে কেউ চাইলে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আলাদা করে খরচও করতে হবে না কিছু। অর্থাৎ স্টেশনে বিনামূল্যেই শ্যুটিং করা যাবে। ভাষার ক্ষেত্রে স্রেফ হিন্দি বা ইংরেজি মান্যতা পাবে। অন্য কোনও স্থানীয় ভাষায় রিল তৈরি করলে হবে না। কেউ চাইলে গল্প দেখাতে পারেন। কেউ চাইলেই গল্পের আকারে অন্য কিছু। স্রেফ তথ্য তুলে ধরলেও সমস্যা নেই। মূল কথা রিলের মধ্যে ওই বিশেষ ট্রেন বা স্টেশন থাকতে হবে। তাহলেই প্রতিযোগিতার অংশ হওয়া যাবে। নির্দিষ্ট একটি ওয়েবসাইট গড়া হয়েছে এই প্রতিযোগিতার জন্য। সেখানেই জমা দিতে হবে ভিডিও। সঙ্গে অবশ্য লিখে পাঠাতে হবে কাহিনির সংক্ষিপ্তসার। প্রথম পুরস্কার দেড় লক্ষ। এ ছাড়াও রয়েছে নগদ পুরস্কার। ইতিমধ্যেই এই অভিনব প্রতিযোগিতা নেটদুনিয়ায় সাড়া ফেলতে শুরু করেছে। যে উদ্দেশ্য নিয়ে এমন প্রতিযোগিতার আয়োজন, তা সফল হবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।