ধ্বংসস্তূপের ভিতর, ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও কখনও-সখনও দেখা মেলে জীবনের অপূর্ব আলোর। তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিলের মধ্যেই সামনে এল সেরকমই এক ব্যতিক্রমী ঘটনা। যেখানে একটি বিড়াল দিয়ে গেল জীবনের মূল্যবান পাঠ। কী সেই শিক্ষা? আসুন শুনে নিই।
বিপদের দিনে চেনা যায় প্রকৃত বন্ধুকে। এ কথা তো আমরা সকলেই জানি। তবে সত্যিকার বিপদের দিন এলে যে পরিস্থিতি কীরকম ভয়াবহ হতে পারে, তা হয়তো আমরা সচরাচর কল্পনাও করে উঠতে পারি না। ভয়াবহ ভূমিকম্পে যেভাবে বিপর্যস্ত হয়েছে তুরস্ক, তাতে বিপদের বহর দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। চারিদিকে ধ্বংসস্তূপ, মৃত্যুমিছিল। হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে, লক্ষাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। এই পরিস্থিতির ভিতর থেকেই মানুষকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ, এমন ছবিও দেখা গিয়েছে। যতটা সম্ভব মানুষকে রক্ষা করতে সদা ব্যস্ত উদ্ধারকারীরা। আর এই সব কিছুর ভিতরই নজর কেড়ে নিল একটি দৃশ্য। ধ্বংসস্তূপ থেকে একটি বিড়ালকে উদ্ধার করে নিয়ে এগিয়ে চলেছেন এক ব্যক্তি। উদ্ধারকারীর নিরাপদ কাঁধে নিশ্চিন্তে বসে আছে বিড়ালটি।
আরও শুনুন: মৃত ছেলের স্বপ্ন পূরণে গ্রামের স্কুলে ১ লক্ষ টাকা দান, নজির দিনমজুরের
ঘটনা হয়তো তেমন বড় কিছু নয়। কিন্তু এই দৃশ্যই মন কেড়ে নিল নেটদুনিয়ার। যেখানে অসংখ্য মানুষ মৃত্যুর মুখে, ধ্বংস্তূপের নীচে চাপা পড়েছে, সেখানে একটি বিড়ালের দিকে কে আর নজর দেবে! হয়তো এমনটাই ভেবে নেওয়া যেত, কিন্তু অন্যরকম ভাবনাতেই ভাবিয়ে তুলেছিলেন এই উদ্ধারকারী। বিপর্যয়ে যে-ই পড়ুক না কেন – সে মানুষ হোক বা অন্য কোনও প্রাণী – বিপদ থেকে সকলকে রক্ষা করাই কর্তব্য। এই ব্যক্তি সে-কাজই করেছেন।
উদ্ধারকারীর ঋণ ভোলেনি কৃতজ্ঞ বিড়ালটিও। মানুষের দুনিয়ায় কৃতঘ্নের দেখা মেলে আকছারই। উপকারীর উপকার স্বীকার না-করাই যেন দস্তুর হয়ে উঠেছে। তবে যতই মনুষ্যেতর বলা হোক না কেন, পশুদের দুনিয়া বোধহয় নিয়ম-কানুন অনেক বেশি ‘মানবিক’। আর তাই উদ্ধারকারীরকে ছেড়ে কিছুতেই অন্য কোথাও যেতে চায়নি বিড়ালটি। নেটিজেনরা জানতে পেরেছে, যে, উদ্ধারকারীর নাম আলি কাকাস। আরও জানা গিয়েছে যে, আলি নিজেও বিড়ালটিকে কাছছাড়া করতে চাননি। তিনি তাই দত্তক নিয়েছেন প্রাণীটিকে, আর তার নাম দিয়েছেন ‘এনকাজ’।
I posted yesterday about a cat saved from the rubble in Turkey who refused to leave his rescuer’s side.
The rescuer’s name is Ali Cakas and he adopted the cat, naming him Enkaz – “rubble” in Turkish.
May they have a happy life together!
📷- jcacs_1/ Instagram pic.twitter.com/ztgbZbAHyT
— Anton Gerashchenko (@Gerashchenko_en) February 17, 2023
ধ্বংস আর মৃত্যুর মধ্যে এই ঘটনা যেন জীবনেরই উদযাপন। শুধু একটি প্রাণীর জীবন বাঁচানো আর প্রতিদানে তার কৃতজ্ঞতা প্রকাশই নয়। জীবনের যে সূক্ষ্ম এবং সুন্দর দিকগুলি রয়েছে, যা হয়তো আমরা ভুলেই থাকি, বিপর্যয়ের মধ্যে এই ঘটনা যেন আমাদের দৃষ্টি সেদিকেই ফিরিয়ে দিয়েছে নতুন করে।