রামলালার নতুন মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় রিতিমতো হইচই শুরু হয়েছে। তবে অযোধ্যার মন্দিরের গর্ভগৃহে রামলালার স্রেফ ওই একটি মূর্তিই থাকবে না। আরও এক মূর্তি থাকবে একইসঙ্গে। কী সেই মূর্তির বিশেষত্ব? আসুন শুনে নিই।
রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব গোটা দেশে। রামলালার প্রাণপ্রতিষ্ঠার যাবতীয় আয়োজনও প্রায় শেষের মুখে। ২২ তারিখের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিথিরাও অযোধ্যায় পৌঁছতে শুরু করেছেন। এই আবহে সামনে এল রামলালার ‘আসল’ মূর্তি সম্পর্কে বিশেষ কিছু তথ্য। জানা গিয়েছে, ২১ তারিখ সন্ধারতির পরই নতুন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করানো হবে ওই মূর্তি।
ভাবছেন তো, যে মূর্তির ছবি প্রকাশ্যে এসেছে তা কি আসল নয়?
আরও শুনুন: মুদ্রায় খোদাই রাম-সীতার ছবি, সমন্বয়ের বার্তা দিয়েছিলেন সম্রাট আকবর
ব্যাপারটা ঠিক তা নয়। তবে ‘আসল’ বলতে রামলালার অন্য এক মূর্তির কথা বলা হচ্ছে। যা এতদিন অযোধ্যার মন্দির চত্বরে পূজিত হয়ে আসছে। আসলে, রামমন্দির তৈরির ইতিহাস বহুদিনের। এরইমাঝে একাধিক ঘটনা ঘটেছে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। এমনই এক ঘটনার প্রসঙ্গে রামলালার ‘আসল’ মূর্তির কথা বলা যায়। বর্তমানে যে জায়গায় রামলালার নতুন মন্দির তোইরি হয়েছে, তার অদূরেই অস্থায়ী তাঁবুতে রাখা ছিল রামের আরও একটি মূর্তি। ১৯৪৯ সাল থেকে যে মূর্তি পুজো করে আসছেন অযোধ্যাবাসী। রামমন্দির আন্দোলনের সঙ্গে জড়িত সকলেই বিশ্বাস করেন, বিতর্কিত জমিটি আসলে শ্রীরামের জন্মভূমি। তাই ওই পবিত্র তীর্থস্থানে আগে বহুবার গিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা রামভক্তরা। এখানে এসে মূলত এই রামলালার মূর্তিতেই পুজো দিতেন তাঁরা। এতদিন ওই ছোট জায়গাতেই যাবতীয় পুজো বা দর্শন সারতে হত। এবার আর সেই অসুবিধা হবে না। কারণ রামমন্দিরের গর্ভগৃহে অরুণ যোগীরাজের তৈরি মূর্তির সঙ্গে এই মূর্তিটিও রাখা হবে।
আরও শুনুন: ২২ জানুয়ারি অযোধ্যার মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা, রামলালার আসল জন্মদিন কবে জানেন?
মূর্তিটি আকারে খুব বড় নয়। খুব বেশি হলে ইঞ্চি ছয়েক। অযোধ্যাবাসীর কাছে এই মূর্তি রামলালা বিরাজমান(Ram Lalla Virajman) হিসেবে পরিচিত। প্রতিদিন পুজোর পাশাপাশি এই মূর্তিকে ভোগও নিবেদন করা হয়। আর সেই কারণে মূর্তিটিকে আগেভাগে গর্ভগৃহে প্রবেশ করানো হয়নি। আসল নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা না হওয়া অবধি ভোগ নিবেদনের নিয়ম নেই। সেখানে মূর্তির সামনে রামলালার পুরনো মূর্তিটিকে ভোগ নিবেদন করা যায় না। তাই রাজকীয় অনুষ্ঠানের ঠিক আগেরদিন সন্ধ্যারতির পর মূর্তিটিকে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করানো হবে। বিগত ৭০ বছর ধরে রামলালার এই মূর্তির দর্শন একদিনের জন্যও বন্ধ থাকেনি। তবে রামমন্দির উদ্বোধনের আবহে নিরাপত্তার স্বার্থে জানুয়ারির ২০ ও ২১ তারিখ এই মূর্তির দর্শনও বন্ধ রাখা হয়। একেবারে ২২ তারিখ দুটি মূর্তি প্রকাশ্যে আনা হবে। মন্দির কমিটির দাবি, রামলালার এই ছোট মূর্তিটি কাছে না পৌঁছলে ঠিকমতো দেখা যেত না। তাই বড় মূর্তি থাকলে দূর থেকেই বিগ্রহের দর্শন সারতে পারবেন ভক্তরা। আগামী দিনে দুটি মূর্তিই গর্ভগৃহে থাকবে। এবং সেখানেই ভোগ নিবেদন ও পুজোপাঠ চলবে। যদিও শ্রেফ রাম নন। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানের মূর্তিও থাকবে ওই মূর্তির সঙ্গেই। সবমিলিয়ে মন্দিরের গর্ভগৃহ কেমন রূপ নেয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।