বয়স মাত্র নয়। অথচ একের পর এক কৃতিত্বের পালক অনায়াসেই মুকুটে জুড়ে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই কিশোরী। এবার বিশ্বের সেরা পড়ুয়ার তালিকাতেও নিজের স্থান করে নিল এই বাঙালি মেয়ে। কে এই কিশোরী, চেনেন?
গোটা বিশ্বের মধ্যে সেরার সেরা স্বীকৃতি মিলল ভারতীয় বংশোদ্ভূত কিশোরীর। শুধু ভারতীয় বংশোদ্ভূতই নয়, এক অর্থে বঙ্গতনয়াও বটে। বিশ্বের সবচেয়ে মেধাবী পড়ুয়াদের তালিকায় সগৌরবে উপস্থিত পৃষা চক্রবর্তী। আর মাত্র নয় বছর বয়সে তার এই তাক লাগানো প্রতিভাই চমকে দিয়েছে সকলকে।
আরও শুনুন: কারাগারে জন্ম কিশোরীর, বিশ্বসেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিল সেই অভিজ্ঞতাই
ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলে ক্লাস থ্রির ছাত্রী পৃষা। সেই কিশোরীই এবার পেল ‘চাইল্ড প্রডিজি’র স্বীকৃতি। বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘জন্স হপকিন্স’-এর ‘সেন্টার ফর ট্যালেন্টেড ইউথ’ থেকেই মিলেছে এহেন প্রশংসা। আসলে ‘বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী’ বেছে নেওয়ার জন্য এক পরীক্ষার আয়োজন করে এই প্রতিষ্ঠান। সেই কঠিন পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীর সংখ্যাও কখনও ৩০ শতাংশ পেরোয় না। চলতি বছরে ৯০টি দেশের ১৬ হাজার পড়ুয়া অংশ নিয়েছিল এই পরীক্ষায়। আর তাতেই প্রথম স্থান অধিকার করে সকলকে চমকে দিয়েছে এই ইন্দো-মার্কিন কিশোরী। জানা গিয়েছে, সিটিওয়াই-এর পরীক্ষায় ৫টি বিভাগে ৯৯ শতাংশের উপরে নম্বর পেয়েছে পৃষা।
আরও শুনুন: চাকরি গিয়েছিল ‘টুইটার’ থেকে, ঘুরে দাঁড়াতে এখন কী করেন পরাগ আগরওয়াল?
বুদ্ধিমত্তা আর মেধার জোরে নানারকম রেকর্ড ঝুলিতে পোরা অবশ্য পৃষার কাছে নতুন কিছু নয়। বলা যায়, গত কয়েক বছর ধরেই এমনটা একরকম অভ্যাস করে ফেলেছে সে। মাত্র ৬ বছর বয়সে জাতীয় স্তরের NNAT পরীক্ষায়-এ ৯৯ শতাংশ নম্বর পেয়েছিল পৃষা। আর তার জোরেই বিশ্বের সবচেয়ে পুরোনো ও প্রসিদ্ধ আইকিউ টেস্ট সংস্থা ‘মেনসা’র লাইফটাইম সদস্যপদ মিলে গিয়েছে তার। ইতিমধ্যেই স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট বা SAT, আমেরিকান কলেজ টেস্টিং বা ACT, এমন একাধিক পরীক্ষায় ব্যতিক্রমী পারফরম্যান্সের দরুন সর্বোচ্চ স্বীকৃতি পেতে দেখা গিয়েছে এই কিশোরীকে। পড়াশোনার পাশাপাশি মিক্সড মার্শাল আর্টেও তার উৎসাহ কম নয়। সবসময় বই মুখে করে বসে থাকা নয়, বরং বেড়াতে আর হাইকিং করতেও সমান আগ্রহী পৃষা। আর এই সবকিছুর মধ্যেই নয়া কৃতিত্বের সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে সকলকে ফের চমকে দিল এই কিশোরী।