এমনিতে সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্তত তেমনটাই বলে থাকেন তাঁর অনুগামীরা। কিন্তু নিউইয়র্ক সফরে যে হোটেলটি তাঁর ঠিকানা, তাকে মোটেই সাধারণ বলা চলে না। এই হোটেলে মাত্র এক রাত কাটানোর যা মূল্য, তা শুনলেই চোখ চড়কগাছ হতে বাধ্য। কেমন হোটেলে রয়েছেন মোদি? তার বৈশিষ্ট্যই বা কী? আসুন, শুনে নেওয়া যাক।
তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার ডাক পেয়েছেন। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়েই তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সফরেই সকলের নজর কেড়ে নিয়েছে সেই হোটেলটি, যা আপাতত প্রধানমন্ত্রীর বাসস্থান। নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে অবস্থিত ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’-এই থাকছেন মোদি। প্রাসাদোপম এই হোটেলটি যেমন প্রাচীন ও বিলাসবহুল, তেমনই এখানে থাকার খরচও নজরকাড়া। মোদির সফরের দরুন আরও একবার শিরোনামে উঠে এসেছে এই বিখ্যাত হোটেল। মোদির সঙ্গে দেখা করার জন্য হোটেলের লবিতেই ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। এমনকি খোদ টেসলা-কর্তা ইলন মাস্ক-ও এই হোটেলে এসেই সাক্ষাৎ সেরেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে।
আরও শুনুন: ১৫ হাজার টাকায় ৬ তীর্থস্থান ভ্রমণ, দেশবাসীর পুণ্যলাভে অভিনব উদ্যোগ ভারতীয় রেলের
১৮৮২ সালে তৈরি এই হোটেলটি বর্তমানে নিউইয়র্কের সবচেয়ে বিখ্যাত হোটেল। ৫১তলার এই আকাশছোঁয়া হোটেলের উচ্চতা ৫৬৩ ফুট। ভেতরে রয়েছে বিলাসিতার যাবতীয় অত্যাধুনিক উপকরণ। ৮০০ ঘর-সহ এই হোটেলে থাকার জন্যও রয়েছে দুরকম ব্যবস্থা, প্যালেস এবং টাওয়ার। বলাই বাহুল্য, দুই শ্রেণিতে থাকার খরচেও রয়েছে রকমফের। তবে যেখানেই থাকুন না কেন, এই হোটেলে রাত্রিবাসের খরচ শুনলে চমকে যেতে হয়। সেন্ট্রাল পার্ক থেকে হাঁটাপথে অবস্থিত লোটে প্যালেসে কেউ যদি টাওয়ারের পেন্টহাউস স্যুইটে থাকতে চান, সেখানে প্রতি রাতে থাকার খরচ পড়বে ১২ লক্ষ ১৫ হাজার টাকা। স্বাভাবিকভাবেই সেই ঘরে থাকবে বিশ্বের সবরকম সুযোগসুবিধা আর বিলাসিতার উপকরণ। এত বিলাসবহুল ঘরে নাহয় নাই বা থাকলেন, তুলনায় সাধারণভাবে থাকার খরচও কিন্তু কম নয় মোটেই। কেবলমাত্র একটি কিংসাইজ বেড পাওয়ার জন্যই এখানে আপনাকে খরচ করতে হতে পারে দৈনিক পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি।
আরও শুনুন: ‘স্ত্রীর কাছে হারলে নিশ্চয়ই খারাপ লাগবে না?’ রসিকতা খোদ প্রধানমন্ত্রীর
নিউ ইয়র্কের এই জনপ্রিয় হোটেলে অবশ্য এই প্রথমবার থাকছেন না মোদি। এর আগে ২০১৪ ও ২০১৯ সালেও যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি, তখনও এই পাঁচতারা হোটেলেই ছিলেন প্রধানমন্ত্রী। এবারও লোটে প্যালেসেই একাধিক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি অনুরাগীদের মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী।