শিকার করতে গিয়ে নিজেই যে শিকার হয়ে যাবেন, সে কথা বোধহয় ভাবতেও পারেননি যুবক। কিন্তু বাস্তবে ঘটল তেমনটাই। তবে কোনও মানুষ নয়, একটি কুকুরের চালানো গুলিতেই প্রাণ হারালেন তিনি। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
পশু শিকার করতে গিয়ে পশুর হাতেই প্রাণ হারালেন যুবক। তবে কোনও হিংস্র পশুর থাবার আঁচড়ে কিংবা দাঁতের কামড়ে মৃত্যু হয়নি তাঁর। মৃত্যু হয়েছে গুলিতে। কিন্তু আশ্চর্যের কথা হল, সে গুলিটি কোনও মানুষ চালায়নি, চালিয়েছে একটি কুকুর। অবাক করার মতো হলেও, বাস্তবে এমনই একটি ঘটনা ঘটেছে মার্কিন মুলুকে।
আরও শুনুন: শুধু প্রেমিকাই নয়, ডেটিং অ্যাপে চাকরিরও সন্ধান মিলল যুবকের
ভাবছেন, কী ঘটেছে ঠিক? আসুন, তাহলে খুলেই বলা যাক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্রেই জানা গিয়েছে, এক পোষ্য কুকুরের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। মার্কিন পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন একটি পিকআপ ট্রাকে চড়ে শিকারে যাচ্ছিলেন ৩০ বছর বয়সি ওই যুবক। গাড়ির সামনের আসনে ওই যুবক ছাড়া আরও এক ব্যক্তি ছিলেন বলে জানা গিয়েছে। গাড়ি চালাচ্ছিলেন তিনিই। আর গাড়ির পিছনের সিটে ছিল কুকুরটি। কানসাস অঞ্চলের পুলিশের মতে, কুকুরটিকে সঙ্গে নিয়েই শিকারে বেরিয়েছিলেন ওই যুবক। কুকুরটির পাশেই রাখা ছিল শিকারের জন্য নিয়ে যাওয়া একটি গুলি ভর্তি রাইফেল। ট্রাকটি চলার সময় হঠাৎই রাইফেলের ট্রিগারে পা দিয়ে চাপ দিয়ে ফেলে পোষ্য কুকুরটি। সঙ্গে সঙ্গে গুলি বেরিয়ে আসে, আর তা ছিটকে গিয়ে লাগে সামনে সিটে বসা যুবকটির পিঠে। অত কাছ থেকে ছুটে আসার ফলে শক্তিশালী রাইফেলের গুলি এফোঁড় ওফোঁড় করে দেয় ওই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন সামনের আসনে বসা অন্য ব্যক্তি। তাঁর কোনও আঘাত লাগেনি বলেই জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর সামার কাউন্টি শেরিফের অফিসের পক্ষ থেকে এটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করা হয়েছে।
সাম্প্রতিক কালে মার্কিন মুলুকে বারবার বন্দুকবাজের হামলার কথা শোনা গিয়েছে। যার জেরে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। কিন্তু এবার মানুষ নয়, বন্দুক হাতে হামলার তালিকায় নয়া সংযোজন এই পোষ্য কুকুরটি। যে ঘটনা শুনে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরাও।