বিয়ের দাম বেড়েছে দীর্ঘদিনই। তা বলে বরের জন্য ফুলের মালার বদলে টাকার মালা? এমনই কাণ্ডে নজর কাড়লেন পাকিস্তানের এই ব্যক্তি। বিষয়টা ঠিক কী?
মালাবদল মানেই বিয়ে। নানা দেশে, নানা ধর্মে, নানা সংস্কৃতিতেই এমন বিশ্বাস। যেখানে বিয়ের সঙ্গে মালাবদলের সরাসরি যোগাযোগ নেই, সেখানেও কিন্তু বিয়ের সঙ্গে ফুল-মালার সম্পর্ক নিবিড়। বিশেষ করে উপমহাদেশে তো বর কনের সাজে ফুলের মালা থাকেই। কিন্তু সেই মালার বেলাতেই তাক লাগিয়ে দিলেন পাকিস্তানের এই ব্যক্তি। যদিও তাঁর নিজের বিয়ে নয়, তাঁর ভাই-ই বিয়ের বর। আর সেই বরের জন্যই এই ব্যক্তি হাজির করেছেন এক নোটের মালা। নেহাত ছোটখাটো নয়, সেই মালার দৈর্ঘ্য ৩৫ ফুট। আর তার পুরোটাই গাঁথা হয়েছে স্রেফ নোট দিয়ে।
কী ভাবছেন, আজগুবি গল্প? একেবারেই নয়, ঘোর বাস্তবেই ঘটেছে এমন কাণ্ড। জানা গিয়েছে, ওই ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোটলা জ্যাম এলাকার বাসিন্দা। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অভিনব উপহার দিয়ে তাক লাগিয়ে দেবেন, এমনটাই ভেবেছিলেন ওই ব্যক্তি। তাই ভাক্কারে বিয়ের অনুষ্ঠানের সময় দেখা যায়, বিশাল বড় এক নোটের মালা নিয়ে হাজির তিনি। এতটাই বড় সে মালা যে একা বইতেও পারেননি। একাধিক লোক মিলে মালাটি বয়ে আনে বিয়ের আসরে। পাকিস্তানের নানা মূল্যের নোট দিয়েই মালাটি তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে, গোটা মালায় না হলেও ২০০০টি নোট রয়েছে। তার মধ্যে ৭৫ টাকার ২০০ নোট এবং ৫০ টাকার ১৭০০ নোট রয়েছে বলেও জানা গিয়েছে। গোটা মালার মূল্য অন্তত লাখখানেক টাকা।
এমনিতে বিয়ের অনুষ্ঠানে টাকার প্রদর্শন ইদানীং কালে নানাভাবেই বেড়েছে। আয়োজনের প্রাচুর্য বেড়েছে, বেড়েছে তার মানও। সব মিলিয়ে বিয়েতে টাকা ওড়ে বললে ভুল বলা হয় না। আক্ষরিক ভাবেও কোনও কোনও এলাকায় বিয়ের নানা অনুষ্ঠানে টাকা ছড়িয়ে দেওয়া, কি নানা প্রথায় টাকা দেওয়ার প্রথা রয়েছে। তবে এখানে যেভাবে টাকার মালা দিয়ে বরকে সাজানোর কথা ভেবেছেন এই ব্যক্তি, তা দেখে চমকেই গিয়েছেন অতিথিরা। বিয়ের আসর থেকে সেই টাকার মালার ছবি তাই ছড়িয়ে পড়েছে নেটের বাজারেও।