থাকেন পাকিস্তানে। কিন্তু প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। ম্যাচ দেখতে এসেওছেন বিরাটের জন্যই। সম্প্রতি এমনই এক তরুণীর ভিডিও নিয়ে উত্তাল নেটদুনিয়া। দুই দেশের ক্রিকেট নিয়ে ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
ভারত বনাম পাকিস্তান। ক্রিকেটের ময়দানে এ এক চিরকালীন দ্বৈরথ। খেলোয়াড়রা তো বটেই, এমন হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ফ্যানমহলের উত্তেজনাও তুঙ্গে থাকে। সম্প্রতি সেই ভারত পাক ম্যাচের আগেই ধরা পড়ল এক অদ্ভুত ছবি। এক তরুণী, মুখের একদিকে ভারত অন্যদিকে পাকিস্তানের পতাকা এঁকে খেলা দেখতে এসেছেন। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি যা বলেছেন, তা জয় করে নিয়েছে নেটদুনিয়ার মন।
আরও শুনুন: জানলা ছাড়া ঘরেই কাটাতে হয় রাত, বিশ্বের সবথেকে ছোট জেলখানার ঠিকানা জানেন?
তরুণীর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সাধারণত এই ধরনের ম্যাচের আগে দর্শকদের ইন্টারভিউ নিতে হাজির হন সাংবাদিকরা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের আসর বসেছিল শ্রীলঙ্কার এক স্টেডিয়ামে। সেখানে দুই দেশের সমর্থকরাই হাজির ছিলেন। কিন্তু তাঁদের কারও সাজই এই তরুণীর মতো ছিল না। তাই তরুণীকে ঘিরে ধরে সাংবাদিকের দল। এরপরই সামনে আসে আসল সত্যি। তরুণী জানান, তিনি বিরাট কোহলি ভক্ত। তাঁকে দেখতেই স্টেডিয়ামে এসেছেন তিনি। এদিকে ভারতের ইনিংস তখন সবেমাত্র শেষ হয়েছে। তাই তরুণী বলতে থাকেন, এদিনের ম্যাচে বিরাট কোহলির শতরান দেখার স্বপ্ন নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু তা হয়নি। তবে তাঁকে সামনে থেকে দেখতে পেয়েই জীবন ধন্য। এরপরই সাংবাদিকের প্রশ্ন ছিল, তিনি পাকিস্তানকেও সমর্থন করেন কি না? জবাবে নিজের দুই দুই গালের দিকে ইশারা করেন তরুণী। তাঁর কথায়, তিনি বিরাট কোহলির ভক্ত ঠিকই, কিন্তু পাকিস্তানকেও সমর্থন করেন। তাই দুই দেশের পতাকাই এঁকেছেন। কিন্তু তাঁর এই যুক্তি ঠিক পছন্দ হয়নি পাশে থাকা অন্য এক পাক সমর্থকের। তিনি তরুণীকে উদ্দেশ্য করে বলেন, বিরাটকে ভালোবাসলেও সমর্থন স্রেফ পাকিস্তানকেই করা উচিত। একথা শুনেই বেজায় চটে যান ওই তরুণী। তাঁর সাফ জবাব, পড়শী দেশকে ভালবাসা অন্যায় নাকি! আর এতেই মুগ্ধ নেটদুনিয়া।
আরও শুনুন: হনুমান পুজোর দায়িত্ব সামলান মুসলিমরা, কোথায় রয়েছে এমন মন্দির?
ভাইরাল ভিডিওতে তরুণীর মুখে ওমন কথা শুনে আবেগে ভেসেছেন অনেকেই। তরুণীকে রীতিমতো বাহবা দিয়েছেন প্রায় সকলেই। তাঁকে সত্যিকারের ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচয় দিয়েছেন কেউ কেউ। তবে ভিডিওটা এখানেই শেষ নয়। সাংবাদিক এরপরই তরুণীর কাছে জানতে চান, যদি বাবর আজম ও বিরাটের মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে তিনি কাকে বাছবেন? উত্ত্রে একগাল হেসে বিরাটের কথাই বলেন ওই তরুণী। তাঁর সেই হাসি দেখেও মুগ্ধ বিরাট ফ্যানরা। নেটদুনিয়ায় অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন। বিরাট ভক্তরা তো বটেই, সাধারণ ক্রিকেটপ্রেমীরাও এই ভিডিও শেয়ার করেছেন। যদিও বৃষ্টির কারণে ভারত-পাক ম্যাচ সম্পূর্ণ হয়নি। ভারতের ব্যাটিং পর্ব মিটলেও পাকিস্তান আর সে সুযোগ পায়নি। দুই দলে ভাগ হয়ে গিয়েছে পয়েন্ট। কিন্তু ম্যাচ শেষ না হলেও, তরুণীর এই ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
A Pakistani baba stops this cute girl from loving Virat Kohli & India but this courageous girl gives a befitting reply to him and continues her support for Virat. Hats off to her.#INDvPAK #PAKvIND pic.twitter.com/9nh1M9FPbW
— Silly Context (@SillyMessiKohli) September 2, 2023