দীর্ঘদিন ধরে আর্থিক মন্দায় ভুগছে পাকিস্তান। সারা বিশ্ব একথা জানলেও, নিজেদের দুর্বল ভাবতে নারাজ সে দেশের সরকার। মাথায় ২০০০ কোটির ঋণের বোঝা, তবু ভারতকে টেক্কা দিতে মরিয়া পাকিস্তান। তবে অন্য কোনও ক্ষেত্রে নয়। স্বাধীনতা দিবস উদযাপনে রাজকীয় আয়োজন করে গোটা বিশ্বকে চমকে দিতে চাইছে ভারতের প্রতিবেশী দেশ। আসুন শুনে নিই।
প্রতিবেশী দেশ। তবু বরাবরই দুই-য়ের মধ্যে প্রতিযোগিতার আবহ। খেলা হোক বা সিনেমা, সবক্ষেত্রেই ভারতকে টেক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা দেখা যায় পাকিস্তানের মধ্যে। কখনও প্রকাশ্যে, আবার কখনও গোপনে। ভারতের তরফে যোগ্য জবাবও মেলে। তবু তারা নাছোড়বান্দা। নিজেদের ক্ষতি হলেও তাই সই।
আরও শুনুন: ‘মুসলিম নেই আর’, প্রেমের টানে ভারতে আসা পাক বধূকে ফেরাতে নারাজ পরিবার, পড়শিরাও
সম্প্রতি এমনই এক উদ্যোগের কথা ঘোষণা করেছে পাকিস্তান। আসন্ন স্বাধীনতা দিবসে ৫০০ ফুট উচ্চতার জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। যদিও অনেকের দাবি এই সিদ্ধান্ত তাঁরা নিজে থেকে নেননি। স্রেফ ভারতকে টেক্কা দেওয়া জন্য এমন কাজ করতে চলেছে পাকিস্তান। আসলে প্রতিবছরের ন্যায় এবছরও মহাসমারোহে স্বাধীনতা দিবস উদযাপিত হবে ভারতবর্ষে। সারা বিশ্বের একাধিক গণ্যমান্য অতিথি উপস্থিত থাকবেন রাজধানীর রাজকীয় অনুষ্ঠানে। সেইসঙ্গে চমক হিসেবে থাকবে ৪১৩ ফুটের জাতীয় পতাকা। যা বিখ্যাত ওয়াঘা বর্ডারে উত্তলিত হবে। আর একথা জানার পরই ৫০০ ফুটের পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। তবে এর জন্য প্রায় ৪০ কোটি টাকা খরচ হবে। যা রীতিমতো অবাক করেছে অনেককেই। কারণ পাকিস্তানের ব্যাপক ঋণের বোঝা। হিসাব অনুযায়ী বর্তমানে ২০০০ কোটির ঋণ রয়েছে এই দেশের মাথায়। এই অবস্থায় স্রেফ ভারতকে টেক্কা দেওয়ার জন্য এত কোটি টাকা খরচ করার কারণ খুঁজে পাচ্ছেন না কেউই।
আরও শুনুন: ‘অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে শাড়ি পরে থাকব’, বিতর্কিত মন্তব্য মুসলিম নেতার
ভারতের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। এইদিনেই পাকিস্তানের পাঞ্জাব এলাকায় ৫০০ ফিটের পতাকা উত্তোলন করা হবে। সেইসঙ্গে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছে পাক সরকার। তবে এই প্রথম নয়। এর আগেও ভারতকে টেক্কা দেওয়ার জন্য এই ধরনের কাজ করেছে পাকিস্তান। ২০১৭ সালে ভারতের ৩৬০ ফুটের পতাকার পালটা হিসেবে ৪০০ ফুটের পতাকা উত্তোলন করেছিল পাক সরকার। তবে সে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি তখনকার তুলনায় অনেকটাই শোচনীয়। তবু সেকথা ভাবতেই চাইছে না পাক সরকার। ‘পতাকা-যুদ্ধে’ নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে তারা যে এখনও কতটা মরীয়া, তা বুঝিয়ে দিল এই ৫০০ ফুটের পতাকা উত্তোলনের ঘোষণা।