যে সম্পর্কে প্রেম ছাড়া আর কোনও বাঁধনই নেই, পারিবারিক-সামাজিক কোনও চাপ নেই, সেখানেও এমন নৃশংসতা কেমন করে ছড়িয়ে পড়ল? তবে কি কেবল সম্পর্কের বাঁধন নয়, আলগা হয়ে পড়ছে বিশ্বাসেরই ভিত? খতিয়ে দেখলেন চৈতালী বক্সী।
বিয়ে হোক বা লিভ ইন, আসল কথা হল একসঙ্গে থাকা। আর এই একসঙ্গে থাকার মেয়াদ হল বিশ্বাস। হ্যাঁ, যত ভালবাসাই থাক, বিশ্বাস না থাকলে কিন্তু সবই ফাঁকি। আর ঠিক সেইখানেই বোধহয় বড়সড় একটা ফাঁক দেখা যাচ্ছে সাম্প্রতিক কালে। পরপর দুটি ঘটনায় দেখা গেল, ভালবাসার মানুষের হাতেই নৃশংসভাবে খুন হলেন তাঁদের সঙ্গিনীরা। ২০২২ এর শেষের দিকে, লিভ-ইন সম্পর্কে থাকা, দিল্লির শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনা আমাদের কাঁপিয়ে দিয়েছিল। আর ২৩ সালের ফেব্রুয়ারিতে, একটি ধাবার ফ্রিজারে পাওয়া গেল নিক্কি যাদবের দেহ। দুটি ক্ষেত্রেই, লিভ-ইন পার্টনারকে শুধু খুন করায় নয়, খুনের পর দেহ লুকোনোর পরিকল্পনা ও খুনিদের আপাত নির্লিপ্ত থাকা সমস্তটার ওপরই নৃশংসতার ছাপ স্পষ্ট। কিন্তু আরও ভয়ের কথা বোধহয় এখানেই যে, একের পর এক এমন ঘটনায় নৃশংসতাও অভ্যাস হয়ে আসছে আমাদের। তাহলে কি সংসার নামের ঘর নয়, বিশ্বাসের ঘরটাও ভেঙে ভেঙে পড়ছে ক্রমশ?