মাটির তলা থেকে ভেসে আসছে এক বিকট আওয়াজ। যা শুনে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। প্রায় এক সপ্তাহ ধরেই নাকি শোনা যাচ্ছে এমন অদ্ভুত আওয়াজ। এই আওয়াজের উৎস কী? কী বলছেন বিশেষজ্ঞরা? আসুন শুনে নেওয়া যাক।
হঠাৎ করেই শোনা গেছিল এক অদ্ভুত শব্দ। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বোঝা যায় তার উৎপত্তিস্থল আসলে মাটির গভীরে। কিন্তু কেন এমন আওয়াজ হচ্ছে, তা বুঝে উঠতে পারেননি কেউই। একদিন দুদিন নয়, প্রায় এক সপ্তাহ ধরেই এমন আওয়াজ শুনতে পাচ্ছিলেন মহারাষ্ট্রের এই গ্রামের বাসিন্দারা। শেষমেশ প্রশাসনের দ্বারস্থ হন আতঙ্কিত গ্রামবাসীরা।
আরও শুনুন: কিম কার্দাশিয়ানের মতোই মোহময়ী, তরুণী পুলিশকর্মীর হাতে ‘গ্রেপ্তার’ হতে ব্যাকুল অনুরাগীরা
এই ঘটনা যেন মনে করিয়ে দিচ্ছে হলিউডের ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের কথা। সেখানেও এমন অনেক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছিলেন দর্শকেরা। বাস্তবে মহারাষ্ট্রের লাটোর জেলার হাসোরি গ্রামের বাসিন্দারাও সাক্ষী হয়েছেন যেন সেইরকমই অদ্ভুত এক কাণ্ডের। ওই গ্রামের বেশ কিছু জায়গায় মাটির তলা থেকে ভেসে আসছে বিকট শব্দ। প্রায় এক সপ্তাহ ধরে এমন অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছেন হাসোরি গ্রামের বাসিন্দারা। এতদিন ধরে অজানা উৎস থেকে ভেসে আসা শব্দ স্বাভাবিকভাবেই আতঙ্কিত করেছে তাঁদের। শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের নজরে আসে ঘটনাটি। এলাকা পরিদর্শন করে যান খোদ ডিস্ট্রিক্ট কালেক্টর। তাঁর নির্দেশেই খবর দেওয়া হয় সে রাজ্যের জিওম্যাগনেটিজম ইনস্টিটিউশনে। সেখানকার বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এমন আওয়াজের কারণ বহুকাল আগে হওয়া এক বড়সড় ভূমিকম্প। ১৯৯৩ সালে যে ভূমিকম্পের জেরে প্রাণ গিয়েছিল প্রায় সাড়ে নহাজার মানুষের। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এই গ্রাম থেকে মাত্র ২৮ কিমি দূরে। সেই শব্দের স্মৃতিই বুঝি কোনও এক অজ্ঞাত উপায়ে ধরা ছিল প্রকৃতিতে, প্রথমে এমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বিভিন্ন পরীক্ষার পর তাঁরা জানান, এই আওয়াজের নেপথ্যে সেই ভূমিকম্পের কোনও হাত নেই।
আরও শুনুন: টিপু সুলতানের মৃতদেহ থেকেই খুলে নেওয়া হয় বহুমূল্য আংটি! কোহিনূর ছাড়াও কী কী লুঠ করেছিল ব্রিটিশরা?
এখনও পর্যন্ত এই আওয়াজের সঠিক উৎস খুঁজে পাননি কেউই। সুতরাং বিকট আওয়াজের মধ্যেই আপাতত ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।