অঙ্ক কী কঠিন! গল্পে হোক বা গানে, ছোটদের অঙ্কভীতির কথা বরাবর ধরা পড়েছে। শুধুরা ছোটদের কথাই কেন বলি? বড়দের মধ্যেও অনেকেই অঙ্ক রীতিমতো ভয় পান। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষা জানাচ্ছে, খুব সহজেই সেই ভীতি কাটিয়ে ফেলা সম্ভব। স্রেফ গান শুনলেই নাকি দূর হবে অঙ্কের প্রতি যাবতীয় ভয়। আর কী জানাচ্ছে এই সমীক্ষা? আসুন শুনে নেওয়া যাক।
‘বার্ষিক পরীক্ষায় অঙ্কে তেরো পেয়ে বুরুন একেবারে বোকা বনে গেল’…শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোঁসাইবাগানের ভূত গল্পের এই লাইন অনেকেরই চেনা। তবে গল্প যতই ভালো ভূত এসে অঙ্ক করে দিক, বাস্তবে তার দেখা পাওয়া প্রায় অসম্ভব। তাই অঙ্কের প্রতি যাবতীয় ভয়, একইভাবে রয়ে গিয়েছে অনেকের মনে। সম্প্রতি সেই সমস্যা মেটাতেই উদ্যোগ নেয় এক সংস্থা। ইতিমধ্যেই তাঁরা আবিষ্কার করে ফেলেছেন অঙ্কভীতি কাটানোর এক অদ্ভুত উপায়।
আরও শুনুন: পরপুরুষকে খুশি করে মোটা টাকা রোজগার প্রেমিকার, ভাগ চেয়ে বিতর্কে যুবক
সংস্থার দাবি, এই বিশেষ উপায় মেনে অঙ্ক করলে ভুল হওয়ার আশঙ্কাও অনেকটাই কম। ভাবছেন তো, কি সেই মহান উপায়? খুব সাধারণ, স্রেফ গান শুনলেই মিটতে পারে অঙ্কের প্রতি যাবতীয় ভয়। গবেষকদের দাবি অন্তত তেমনটাই। সম্প্রতি অঙ্কের প্রতি পড়ুয়াদের আগ্রহ নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করে এক মার্কিন সংস্থা। সেখানেই দেখা যায়, ১৩ বছরের কম বেশি বয়সের পড়ুয়ারা সকলেই প্রায় অঙ্ক করতে বেশ ভয় পান। এমনকি বিগত কয়েকবছরে তাঁদের অঙ্কের নাম্বার অন্যান্য বিষয়গুলোর তুলনায় বেশ কম, এমন তথ্যও সামনে আসে। অনেকেই এই পরিসংখ্যান দেখে রীতিমতো ঘাবড়ে যান। আশঙ্কিত হন অভিভাবকরাও। এই সমস্যা মেটাতেই অদ্ভুত এক পরীক্ষা শুরু করে তুরস্কের এক বিশ্ববিদ্যালয়। গবেষকদের দাবি ছিল অঙ্কভীতি কাটাতে পারে গান। তাই বিশ্বের প্রায় ৭৮ হাজার পড়ুয়ার উপর চালানো হয় পরীক্ষায়। গান শুনলে সত্যিই অঙ্কভীতি দূর হয় কিনা, তা বোঝার চেষ্টা করেন তাঁরা।
আরও শুনুন: আগেও হয়েছে নোটবাতিল! দু-হাজারের মতোই নিষিদ্ধ হয়েছিল ৫ ও ১০ হাজারের নোট
দেখা যায়, গবেষকদের দাবিই একেবারে সঠিক। অঙ্ক করার সময় কেউ যদি গান শোনে, কিংবা অঙ্কের পাশাপাশি যারা গান নিয়েও চর্চা করেন তাঁদের একেবারেই অঙ্কভীতি থাকে না। সমীক্ষায় অংশ নেওয়া পড়ুয়াদের নিয়মিত গান শোনানো হয় কয়েকদিন ধরে। আর এতেই দেখা যায়, তারা সহজে অঙ্ক করতে পারছে। কঠিন সব যোগ বিয়োগেও বিশেষ ভুল হচ্ছে না। পড়ুয়াদেরও দাবি এইভাবে অঙ্ক করলে বেশ সহজে মন দিতে পারছে তারা। এই ধারণা আরও জোরদার করতে পড়ুয়াদের একটি অঙ্ক পরীক্ষাও নেওয়া হয়। দেখা যায়, শুধু গান শোনা নয়, যারা গান নিয়ে চর্চা করেছে তাদের ফলাফলও বেশ চমকপ্রদ। সমীক্ষায় অংশ নেওয়া পড়ুয়াদের ৭৩ শতাংশই সফল হয়েছে পরীক্ষায়। এরা সকলেই কোনও না কোনওভাবে সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত। এরপরই গবেষকরা অঙ্কভীতি কাটাতে গানের ভূমিকা যে যথেষ্টই, তা জোর গলায় দাবি করেন।