বয়স মাত্র ২৬। কিন্তু তাতে কি! এর মধ্যেই ২২ সন্তানের জন্ম দিয়েছেন তরুণী। ভবিষ্যতে ১০০-রও বেশি সন্তানের মা হতে চান তিনি। কার কথা বলছি? আসুন শুনে নিই।
এ যেন কলিযুগের গান্ধারী! শুনতে অবাক লাগলেও, তরুণীর ইচ্ছা খানিকটা তেমনই। মাত্র ২৬ বছর বয়সেই তিনি ২২ সন্তানের মা হয়েছেন। তবে এতেও মা হওয়ার ইচ্ছা এতটুকু কমেনি তাঁর। ইচ্ছা আরও সন্তানের জন্ম হোক তাঁর। সেই সংখ্যা ১০০ ছাড়ালেও কোনও অসুবিধা নেই। বরং ভবিষ্যতে ১০৫ সন্তানের মা হতে চান তিনি।
আরও শুনুন: গাজায় নিহত স্ত্রী-সন্তান, চোখে জল নিয়ে বিশ্বকে ধ্বংসের খবর জানাচ্ছেন সাংবাদিক
কথা বলছি রাশিয়ার ক্রিস্টিনা ওজটার্ক সম্পর্কে। এত কম বয়সেও এতগুলি সন্তান জন্ম দিয়েছেন তিনিই। অনেকেই মনে করেন, একজন নারীর কাছে মাতৃত্বের অনুভূতি সবথেকে আনন্দের। তাই সন্তানকে গর্ভে ধারণ করতে যত কষ্টই হোক, তা হাসিমুখেই সহ্য করেন মা-রা। শুধু তাই নয়, সন্তানকে বড় করে তোলাও নেহাত কম ঝক্কির নয়। অথচ সেই সবকিছু দায়িত্ব নিয়ে সামলান মা-রাই। একসময় জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে মানুষের বিশেষ সচেতনতা ছিল না। তাই সেইসময় একজন মহিলাই অনেকগুলি সন্তানের জন্ম দিতেন। বলা বাহুল্য, পুরাণের গল্পেও এমন উদাহরণ আমরা দেখেছি। খোদ কৌরবদের ১০০ ভাই-এর জননীও ছিলেন একা গান্ধারী। তবে যুগের সঙ্গে সেই ধারণা আমূল বদলেছে। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কেও মানুষ আজকাল যথেষ্ট সচেতন। বেশ কিছু দেশে এই নিয়ে আইনও রয়েছে। সরকারের তরফে রীতিমতো প্রচার চালানো হয় অবাঞ্চিত গর্ভধারণ রোধের জন্য। সেইসঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে সন্তান মানুষ করাও বেশ কঠিন। আর্থিকভাবে স্বচ্ছল না হলে এখন একের বেশি সন্তান নিতেই চান না কেউই। তবে রাশিয়ার ক্রিস্টিনা সেসবের ধার ধারেন না। তাই ইতিমধ্যেই তিনি ২২ সন্তানের মা। এ ক্ষেত্রে তাঁর স্বামীও সমান ভাবে উৎসাহ যোগান। বয়সে ক্রিস্টিনার থেকে প্রায় ৩৫ বছরের বড় এই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। তাও কোনও সাধারণ ব্যবসা নয়, বিদেশের মাটিতে তাঁর প্রায় কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাই সন্তান লালন পালনের ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারে এই দম্পতিকে একেবারেই ভাবতে হয় না বলা চলে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তারা জানিয়েছিলেন, ভবিষ্যতে ১০০-রও বেশি সন্তানের জন্ম দিতে চান তারা। আর এই ঘোষণা রীতিমতো আলোড়ন ফেলেছিল নেটদুনিয়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক ভাবে এতগুলি সন্তানকে গর্ভে ধারণ করা আদৌ সম্ভব?
আরও শুনুন: ঘুম থেকে দেরিতে ওঠার শাস্তি, ১২ জন পড়ুয়াকে গরম চামচের ছ্যাঁকা দিল স্কুল
হয়তো সম্ভব। কিন্তু সেই ধকল সহ্য করা যথেষ্ট কঠিন। তবু সন্তানধারণ করতেই হবে, তাই বিকল্প এক পদ্ধতির সাহায্যে এতগুলি সন্তানের জন্ম দিয়েছে ক্রিস্টিয়ানা। এখনও পর্যন্ত নিজের গর্ভে ধারণ করেছেন মাত্র একটি সন্তানকেই। তার বয়স বর্তমানে ৯ বছর। কিন্তু বাকি সন্তানদের ক্ষেত্রে, ক্রিস্টিয়ানা সারোগেসির সাহায্য নিয়েছেন। অর্থাৎ তাঁর ডিম্বাণু থেকে জন্ম হলেও, ওই ২১ জন শিশুকে গর্ভে ধারণ করেছেন অন্য কেউ। এর জন্য মোটা টাকা খরচও করেছেন তারা। স্রেফ দু বছরে সারোগেসির জন্য কয়েক কোটি টাকা খরচ হয়েছে ওই দম্পতির। কিন্তু তাতে কি! আসল উদ্দেশ্য ছিল, মা হওয়া। আর তা সম্পন্ন হয়েছে। তাই খরচের ব্যাপারে ভাবতেই চান না ওই দম্পতি। তবে জন্মের পর থেকে ওই সন্তানদের তিনি নিজেই মানুষ করেন। সেই অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন ক্রিস্টিয়ানা। তবে তাঁর এহেন মা হওয়ার ইচ্ছা বেজায় অবাক করেছে নেটদুনিয়াকে।