আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়ে, যেকোনও দরকারে আমরা দ্বারস্থ হই ‘গুগলের’। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন তাই প্রতি বছরের শেষেই সবথেকে বেশি সার্চ করা নথির এক তালিকা প্রকাশ করে। বিভিন্ন দেশের ভিত্তিতে সেই খোঁজের তালিকা হয় ভিন্ন। সম্প্রতি ভারতের জন্যও গুগল প্রকাশ করেছে সবথেকে বেশিবার সার্চের এক তালিকা। কারা রয়েছেন সেখানে? আসুন, শুনে নিই।
নতুন বছরে পা দেওয়ার আগে অনেকেই নিজের মতো করে পুরনো বছরে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ফিরে দেখেন। স্বাভাবিকভাবেই প্রতি বছরই সকলের জীবনে কিছু না কিছু নতুন ঘটে। অন্তত সমাজ বা দেশের ক্ষেত্রে তো ঘটেই। যার ব্যতিক্রম নয় ২০২২ সালও। অন্যান্য বছরগুলির মতো এই বছরও ঘটেছে অনেক অত্যাশ্চর্য বা অপ্রত্যাশিত ঘটনা। কখনও তা ঘটনাকেন্দ্রিক আবার কখনও তা ব্যক্তিকেন্দ্রিক। তবে এগুলিকে ভিত্তি করেই যে বারবার উত্তাল হয়েছে নেটদুনিয়া, সেকথা বলাই বাহুল্য। সম্প্রতি গুগল প্রকাশ করেছে ২০২২ সালের সবথেকে বেশি খোঁজ নেওয়া ব্যক্তিত্বের তালিকা।
আরও শুনুন: চুল ফেলনা নয়! ফেলে দেওয়া চুলই দূষণ কমাবে পরিবেশের, কীভাবে?
যেখানে প্রথমেই রয়েছে বিজেপি নেত্রী নূপুর শর্মার নাম। বছরের মাঝামাঝি সময়ে একটি মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি। প্রথমে নেটদুনিয়ায় প্রতিবাদ শুরু হলেও, কিছুদিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে। মন্তব্যকে কেন্দ্র করে ঝড় ওঠে দেশের বিভিন্ন প্রান্তে। ২০২২ সালে সেই নূপুর শর্মার নামই নাকি সবথেকে বেশিবার গুগলসার্চ করেছেন ভারতীয়রা। তালিকায় থাকা পরের ব্যক্তিত্ব হলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম দলিত সম্প্রদায় ভুক্ত রাষ্ট্রপতি। একইসঙ্গে ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিও তিনিই। তালিকায় এরপর রয়েছেন ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের মশনদে বসা তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। তাই তাঁর সম্পর্কে বিস্তারিত জানার প্রবল আগ্রহ দেখা গিয়ছে ভারতীয়দের মধ্যে।এরপর রয়েছেন আরও এক বিতর্কিত ব্যক্তিত্ব। গত বছর তাঁর সঙ্গে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছিল নেটপাড়ায়। সেই ললিত মোদিই হলেন ভারতীয়দের সর্বাধিক গুগলসার্চের তালিকার চতুর্থ স্থানে। একইসঙ্গে সুস্মিতা সেনের জন্য খোঁজ নিতেও অনেকবার গুগলে ঢুঁ মেরেছেন ভারতীয়রা। এঁদের পরেই রয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত অঞ্জলি আরোরা। এক ভাইরাল হওয়া গানে ভিডিও বানানোর পর থেকেই তাঁর সম্পর্কে জানার জন্য প্রবল আগ্রহ দেখা দিয়েছিল মানুষের মনে।
আরও শুনুন: ৭টি দুর্ঘটনাতেও হয়নি মৃত্যু, লটারিও জেতেন বিশ্বের সবচেয়ে ‘ভাগ্যবান’ ব্যক্তি
যদিও এ তালিকা এখানেই শেষ নয়। রয়েছেন আব্দু রোজিক নামে এক গায়ক। ৩ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই গায়ককে নিয়েও জনতার কৌতূহল ছিল তুঙ্গে। রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব একনাথ শিণ্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে নিয়েও হইচই কম হয়নি। এবং ভারতীয়দের পাশাপাশি তালিকায় জায়গা করে নিয়েছেন এক বিদেশিনীও। যদিও সারা বিশ্বের গুগল সার্চের তালিকায় তাঁর নাম প্রথমদিকেই রয়েছে। তিনি অ্যাম্বার হার্ড। ভারতীয়রা গত বছরে তাঁকেও বহুবার খুঁজেছেন গুগলে।