প্রতিদিন যত্ন করে এক হনুমানকে খেতে দিতেন এই ব্যক্তি। আর সেই সূত্রেই বুঝি গড়ে উঠেছিল এক না-বলা সম্পর্ক। যে টানে ওই ব্যক্তির অন্তিম যাত্রায় দেখা গেল সেই হনুমানটিকেই। তার আচরণ দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। আসুন, শুনে নেওয়া যাক।
কোনও অমানবিক আচরণকে ‘পশুর মতো কাজ’ বলে দাগিয়ে দিই আমরা। কিন্তু এক্ষেত্রে একটি পশুর আচরণই বুঝি টেক্কা দিয়ে গেল মানুষের বোধকে। অন্তত এমনটাই বলছেন নেটিজেনরা। বেঁচে থাকতে যে মানুষটির হাত থেকে নিত্যদিন খাবার খেয়েছে সে, সেই ব্যক্তির মৃত্যুর পরও তার পাশে হাজির ওই অবোলা প্রাণীটি। একটি হনুমানের এহেন আচরণ দেখে কার্যত আবেগে ভেসেছে নেটদুনিয়া।
আরও শুনুন: ‘লক্ষ্মীপুজো না করেও কেন ধনী মুসলিমরা?’, প্রশ্ন তুলে বিপাকে বিজেপি বিধায়ক
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তির মৃতদেহ শুইয়ে রাখা হয়েছে বাড়ির উঠোনে। সাধারণত কারও অন্তিম যাত্রায় যেমন আত্মীয়-পরিজন সহ পাড়া প্রতিবেশীরা ভিড় জমান, এখানেও ছবিটা তেমনই। শুধু ব্যতিক্রম বলতে, মৃতদেহের পাশেই বসে রয়েছে একটি হনুমান। খুবই কম দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বারবার সাদা চাদর ঢাকা দেওয়া মৃতদেহটির হাত ধরে ডাকার চেষ্টা করছে ওই হনুমান। এমনকি নিজের একটি হাত মৃত ব্যক্তির মাথার উপর বারংবার ছোঁয়াতে দেখা যাচ্ছে তাকে। ভিডিওর ক্যাপশন থেকে জানা গিয়েছে, প্রতিদিনই ওই হনুমানটিকে খাবার দিতেন এই ব্যক্তি। হনুমানটির ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম ঘটত না। রোজই যথাসময়ে সে এসে হাজিত হত খাবার খাওয়ার জন্য। কিন্তু এদিন যখন সেই ব্যক্তিই মারা গিয়েছেন, রোজকার চেনা দৃশ্যের বদলে তাঁর শায়িত দেহটি যেন মেনে নিতে পারছে না অবোলা পশুটি। সেই কারণেই যেন বারবার তাঁকে ডেকে তোলার চেষ্টা করে গিয়েছে সে। এমনকি হাত নাড়িয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা করে গিয়েছে। ঘনিষ্ঠ কোনও প্রিয়জনের মৃত্যু মেনে নিতে না পেরে মানুষ যেমন আচরণ করে থাকে, এই হনুমানটিও তেমনটাই করেছে বলে মত নেটিজেনদের।
আরও শুনুন: পৃথিবী ধ্বংসের বার্তা দিচ্ছে মেরুদণ্ডের ‘ব্ল্যাক হোল’, অদ্ভুত দাবি ‘আধুনিক ব্রহ্মা’র
পূর্ব শ্রীলঙ্কার বাত্তিকালোয়া অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ঘটনাটির ভিডিও নেটমাধ্যমে প্রকাশ পেতেই আবেগে ভেসেছে নেটদুনিয়া। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিও।
A monkey paying tribute at the #funeral of its master in #Batticaloa.#truelove. pic.twitter.com/Yf3XjRYXwc
— Aslaw CC (@effay123) October 19, 2022