খবরের কাগজের ‘সন্ধান চাই’ কলামে একটু নজর করলেই দেখা যায়, দিনের পর দিন হারিয়ে যায় কতশত মানুষ। তাদের মধ্যে কারও কারও হয়তো সুযোগ হয় ফের ঘরে ফেরার। কিন্তু নিজের সন্ধানকারী দলে নিজেই যোগ দেওয়ার সুযোগ পান কজন মানুষ? সম্প্রতি তেমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন একজন।
উত্তর-পশ্চিম তুরস্কের একটি এলাকায় বসবাস এই ভদ্রলোকের। নাম বেয়হান মুটলু। বয়স বছর পঞ্চাশ। মঙ্গলবার হঠাৎ নাকি নিরুদ্দেশ হয়ে গেলেন তিনি! না না, ভয় পাবেন না। ভদ্রলোকের বিপদ আপদ কিছু ঘটেনি। কিন্তু সে তো জানা গেল পরে। তার আগে তাঁর বাড়ির লোকজনের তো চিন্তায় পাগল পাগল দশা। বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে, এদিকে ভদ্রলোকের কোনও হদিশ নেই! এমনকী যোগাযোগও করা যাচ্ছে না তাঁর সঙ্গে। ভাবতে ভাবতে শেষমেশ পুলিশে খবর দিলেন ওই ব্যক্তির স্ত্রী এবং বন্ধুরা।
আরও শুনুন: নোট বাতিল হয়েছে! জানতেনই না… পুরনো নোটে ৬৫ হাজার টাকা হাতে বিপর্যস্ত বৃদ্ধ
খবরটা পেয়ে পুলিশও চুপ করে বসে থাকেনি। ছোট এলাকা। সার্চ পার্টি বেরিয়ে পড়ল তল্লাশিতে। এদিকে আরেক কাণ্ড। ভদ্রলোক যে মদ্যপান করে বন্ধুদের সঙ্গে বনবিহার করছেন, সে কথা আর কে জানে! আর হবি তো হ, সার্চ পার্টিও কিনা খোঁজ করতে করতে গিয়ে ঢুকল সেই বনের মধ্যেই। কিন্তু তাদের কাছে সম্ভবত ওই ব্যক্তির কোনও ফটোগ্রাফ ছিল না। কিংবা করোনার ভয়ে ভদ্রলোক মাস্ক পরে ছিলেন বলে তাঁর মুখ দেখা যায়নি, এমন হওয়াও অসম্ভব নয়। মোট কথা, সে ভদ্রলোক আর তাঁরই খোঁজে বেরনো সেই সার্চ পার্টি যখন মুখোমুখি, তখনও কারও কোনও হেলদোল দেখা গেল না। সার্চ পার্টির লোকজনও বুঝতে পারেনি যে এই ভদ্রলোকের জন্যই তাদের রাতবিরেতে খানাতল্লাশি চালাতে হচ্ছে, আর উলটোদিকে ওই ব্যক্তির মাথাতেও আসেনি যে সার্চ পার্টি যাকে খুঁজতে বেরিয়েছে, সে লোক আর কেউ নয়, তিনি নিজেই। সুতরাং দায়িত্বশীল নাগরিকের মতো বেয়হান মুটলু নিরুদ্দিষ্ট লোকটিকে খুঁজে বের করার ভার নিলেন, অর্থাৎ যোগ দিলেন সেই সার্চ পার্টিতে।
আরও শুনুন: বিমান থেকে মানুষের মল এসে পড়ল মাথায়, নিজের বাগানেই নাস্তানাবুদ হলেন এক ব্যক্তি
তারপর অবশ্য গল্পটা বেশিদূর গড়াতে পারেনি। কারণ বনে ঢোকার পর সার্চ পার্টি ওই ব্যক্তির নাম ধরে চেঁচিয়ে ডাকতে শুরু করে। আর নিজের নাম শোনা মাত্রই সেই ভদ্রলোকও নিজের অস্ত্বিত্ব জানান দিয়ে বলে ওঠেন, ‘এই যে আমি’।
ভদ্রলোকের বক্তব্য জেনে নিয়ে তাঁকে সেদিনের মতো বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে বটে। কিন্তু যারা ওই ব্যক্তিকে খুঁজতে বেরিয়েছিল, এইভাবে তাঁকে খুঁজে পেয়ে তারা যে বিশেষ খুশি হয়নি, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।