চাঁদিফাটা গরম! তার মধ্যে বাইরে যেতেই হবে। কিছুদূর গিয়ে গাছের তলায় দাঁড়ানোর কথা ভাবলেন। কিন্তু একি! কোথাও গাছের চিহ্নমাত্র নেই। প্রায় সবই কেটে ফেলা হয়েছে। তবে নতুন ইমারত গড়ার জন্য নয়। করের বোঝা কমাতেই এমনটা করা হয়েছে। গাছের সঙ্গে ট্যাক্সের ঠিক কী সম্পর্ক? আসুন শুনে নেওয়া যাক।
গাছ লাগান প্রাণ বাঁচান! ছোটবেলা থেকেই এই স্লোগানে শুনতে আমরা অভ্যস্ত। শুধু অক্সিজেন দান নয়, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অনেক। গরম কমানোও তার মধ্যে অন্যতম বলা যায়। চড়া রোদে গাছের ছাওয়ায় দু-দণ্ড দাঁড়ানো বেশ আরামের। সেইসঙ্গে এলাকায় গাছ থাকলে সামগ্রিক ভাবেই তাপমাত্রা কিছুটা কমে। কাজেই গাছ থেকে ক্ষতির কিছু নেই এমনটা বলাই যায়।
আরও শুনুন: ভোটদানের পুরস্কার হিরের আংটি! ভোট টানতে কমিশনের নতুন টোপ?
অথচ গাছ কাটতে এক পা বাড়িয়ে থাকেন কিছু মানুষ। বেশিরভাগই স্বার্থান্বেষী ব্যবসায়ী। প্রয়োজনের থেকেও নিজেদের ব্যবসার সুবিধার কথা ভেবে গাছ কাটতে এগিয়ে যান সবসময়। কখনও কাঠের আসবাব তৈরি জন্য কখনও আবার উঁচু ইমারত গড়া। গাছের জন্য এতটুকু অসুবিধা হলেই তা কেটে সরিয়ে ফেলা হবে। তার ফলও ভুগতে হচ্ছে অবশ্যই। গরমের এত বাড়বাড়ন্ত হলেও, শান্তি দেওয়ার মতো গাছ নেই কোথাও। যাও বা একটা দুটো বড় গাছ রয়েছে, তা কারও ব্যক্তিগত বাগানে। এবার সেই গাছও কেউ যদি কেটে ফেলতে বাধ্য হন তাহলে কিছু বলার থাকে না!
আরও শুনুন: ভোটের সাপলুডোয় কে জিতবে আপনার হাতেই? মোবাইলে চোখ রাখলেই কেল্লাফতে
ভাবছেন তো, বাড়ির বাগানে গাছ কেউ কাটবেন কেন?
না কেটে উপায় নেই আসলে। কারণ বাগানে থাকা গাছের জন্যই দিতে হচ্ছে ট্যাক্স। শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি এমনই নিয়ম জারি হয়েছে মেক্সিকোর কিছু অঞ্চলে। অবশ্য সেখানকার সরকার এই ধরনের নিয়ম জারি করেনি। কিছু ব্যবসায়িক গোষ্টীই এমন অদ্ভুত নিয়ম ছড়িয়েছে। মূলত বাড়ির বাগানে থাকা গাছের জন্য দিতে হচ্ছে ট্যাক্স। বিশেষ করে যেসব গাছ আকারে বেশ বড়, এবং তা বাড়ি ঠাণ্ডা রাখছে, সেইসব গাছের জন্য দিতে হচ্ছে মোটা টাকা কর। গাছপ্রতি হিসাব। বড় গাছে একরকম টাকা, ছোট গাছের ক্ষেত্রে আরেকরকম। তবে ট্যাক্স দিতেই হবে। এলাকার মানুষজন এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। তবে প্রায় কিছুই করার নেই। কারণ যারা এই ট্যাক্স নিচ্ছেন তাঁদের ক্ষমতা যথেষ্টই। এমনকি রেয়াদ করা হচ্ছে না বয়স্কদেরও। বাড়িতে গাছ থাকলেই নেওয়া হচ্ছে ট্যাক্স। তবে সে দেশে ভারতে মতো এমন গরম নেই। তাই স্রেফ ঠাণ্ডা করার জন্য গাছ দরকার এমনটাও তাঁরা মনে করছেন না। তবে পরিবেশ বাঁচাতে গাছ প্রয়োজন। সেকথা ভেবেই গাছের ট্যাক্স বন্ধ করার প্রতিবাদ জানাচ্ছে বাসিন্দারা।