করোনার হাত থেকে বাঁচতে মাস্ক পরা আবশ্যক। কিন্তু খাবার খাওয়ার সময় সেই মাস্ক না খুলে উপায় নেই। তাই এই বিশেষ কোভিডবিধিটি মানতে গিয়ে ভারী সমস্যায় পড়তে হয় সবাইকেই। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি মাস্ক না খুলেই খাবার খাচ্ছেন। এমনটাও কি সম্ভব? আসুন, শুনে নিই।
মাস্ক না-খুলেই খাবার খাচ্ছেন এক ব্যক্তি। যাকে দেখে রীতিমতো অবাক আশেপাশের সকলেই। স্বাভাবিকভাবেই সেই অদ্ভুত কাণ্ডের ভিডিও-ও প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি নিজের মুখে অদ্ভুত আকৃতির এক মাস্ক পরে খাবার খাচ্ছেন। যা দেখতে অবিকল পাখির ঠোঁটের মতো। তাই পাখি যেমন ঠোঁট ফাঁক করে খাবার খায় এই ব্যক্তিও তেমন মাস্কটাকে ফাঁক করেই মুখে পুরে দিতে পারছেন খাবার।
আরও শুনুন: ‘মেরি ক্রিসমাস’ বললেই কারাবাস! কোন দেশে জারি এমন আইন?
কিন্তু এমন অদ্ভুত ভাবনার কারণ কি?
অবশ্যই যে রোগের হাত ধরে আমাদের জীবনে মাস্কের আগমন, এই ভাবনার সূত্রপাতও সেই করোনার কারণেই। ফের চোখ রাঙাচ্ছে করোনা। বিশ্বব্যাপী ত্রাসের কেন্দ্রস্থলে আবারও সেই চিন। স্বাভাবিক ভাবেই সেখানে ইতিমধ্যেই বলবৎ হয়েছে কঠোর কোভিড বিধিনিষেধ। ফিরে এসেছে মাস্ক, স্যানিটাইজার-সহ সবকিছুই। একইসঙ্গে কোভিডবিধি মানতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ সেসবও ফিরে এসেছে আবার। কিন্তু সমস্যা যেমন আছে তার সমাধানও অবশ্যই আছে। আর তেমনই এক সমস্যার সমাধান হিসেবে অদ্ভুত অদ্ভুত এক উপায় বের করেছেন এই চিনা নাগরিক। মূলত মাস্ক পরার ফলে তৈরি হওয়া সমস্যাগুলি মেটাতেই এমন অভিনব ভাবনা এসেছে তাঁর মাথায়। এর আগে কোভিডের সময় সবসময় মাস্ক পরে থাকার দরুন খাওয়ার খেতে ভারী সমস্যায় পড়তেন তিনি। তাই বিশেষ আকৃতির এক মাস্ক-ই বানিয়ে ফেলেছেন তিনি। যা সম্পূর্ণ কাগজের তৈরি। এবং মাস্কটি দেখতে অবিকল পাখির ঠোঁটের মতো। তাই খাবার খাওয়ার জন্য মুখ খুললেই পাখির ঠোঁটের আকারে থাকা ওই মাস্কটি ফাঁক হয়ে যাচ্ছে, এবং অনায়াসে তার ভিতর দিয়ে খাবার খেতে পারছেন তিনি। এমন অভিনব ভাবনা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। অনেকে আবার এমন অভিনব আবিষ্কারকে সাধুবাদও জানিয়েছেন।
আরও শুনুন: বড়দিনেই কি জন্ম হয়েছিল যিশু খ্রিস্টের? রয়েছে অন্য মতও
Bulls like me feeding on stocks today despite the covid fears after wearing mask. pic.twitter.com/W9LB2QRjSc
— Safir (@safiranand) December 23, 2022