মেয়ের ঘুমের সুযোগ নিয়ে তার ভিডিও তুলেছেন। তারপর সেই ভিডিও ছড়িয়ে দিয়েছেন ডেটিং অ্যাপে। যৌনতার জন্য নিজের মেয়েকেই পণ্য বানিয়েছিলেন এই ব্যক্তি। এই ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছেন সকলে। আসুন, শুনে নেওয়া যাক।
বাবা আর মেয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলির মধ্যে একটা। কিন্তু সবার ক্ষেত্রে কি সেই কথা খাটে? নাহ। বরং তার সম্পূর্ণ উলটো পথেই হেঁটেছেন এই ব্যক্তি। নিজের বিকৃত যৌন সাধ মেটাতে মেয়েকেই ব্যবহার করেছেন তিনি। প্রকাশ্য বাজারে ঘুমন্ত মেয়ের ছবি দিয়ে তাকে পণ্য করে তুলেছেন রীতিমতো। আর এক বাবার এহেন কীর্তির কথা প্রকাশ্যে আসতেই ঘৃণায় ফেটে পড়েছেন সকলেই।
আরও শুনুন: গোপন অঙ্গেও রোম থাকবে না সুন্দরীর, কেন চালু হয়েছিল এই ধারণা?
কী ঘটেছে ঠিক?
জানা গিয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ঘটেছে এহেন ঘটনা। সেখানকার বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর নিয়ম মাফিক মা ও বাবা দুজনের কাছেই কিছুদিন করে থাকে ওই কিশোরী। আর সেই সুযোগ কাজে লাগিয়েই ঘুমিয়ে থাকা মেয়েটির শরীরের ভিডিয়ো রেকর্ড করেন ওই ব্যক্তি। তারপর একটি অনলাইন ডেটিং অ্যাপে তা পোস্ট করে দেন। শুধু তাই নয়, ইন্টারনেট থেকে পাওয়া কোনও কিশোরীর গোপনাঙ্গের ছবিও তার সঙ্গে জুড়ে দিয়েছিলেন তিনি। আর তারপর ওই ভিডিয়ো দেখিয়ে অ্যাপ ব্যবহারকারীদের তাঁর মেয়ের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার জন্য খোলাখুলি প্রস্তাব দিয়েছিলেন বছর ৫০ বয়সের ওই ব্যক্তি। বিশেষ করে ওই অ্যাপের মহিলাদের কুপ্রস্তাব দিতেও এই ছবি ব্যবহার করতেন ওই ব্যক্তি।
আরও শুনুন: পাত্র নয়, হরেক সংস্থার বেতনের খোঁজেই ম্যাট্রিমনিয়াল সাইটে! অভিনব কীর্তি তরুণীর
যদিও এই ঘটনা গোপন রাখতে পারেননি ব্যক্তি। কিশোরীর বাবার কাছে যেতে অনীহা দেখে তার মা এই নিয়ে প্রশ্ন করেন তাকে। আর তখনই সব কথা জানায় ওই কিশোরী। প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে তড়িঘড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় নিজের এই কীর্তির কথা স্বীকারও করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, একাকিত্ব থেকে রেহাই পেতেই বিভিন্ন যৌন ইচ্ছের দ্বারস্থ হতেন তিনি। আর এই কাজও সেই তার অন্যতম। কিন্তু নিজের বিকৃত সাধ পূরণ করতে যেভাবে নিজেরই কিশোরী মেয়েকে ব্যবহার করেছেন ওই ব্যক্তি, তার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয় বলে মনে করছেন নেটিজেনরা।