দুই গামলা ভর্তি খুচরো কয়েন নিয়ে ফোনের শোরুমে হাজির যুবক। আইফোনের লেটেস্ট মডেলটি কিনতেই এই অভিযান তাঁর। কী হল তার ফলে? আসুন, শুনে নেওয়া যাক।
নিষিদ্ধ আপেল খেয়ে আদম ইভের গতি যাই হোক না কেন, আপেলের প্রতি মানুষের টান তাতে একটুকুও কমেনি। হ্যাঁ, মানে অ্যাপলের রকমারি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা দেখলে এ কথা অস্বীকারের জো নেই। আর সেই চাহিদারই অভিনব প্রমাণ দিলেন রাজস্থানের এই যুবক। আইফোনের একেবারে আনকোরা মডেলটি কিনতে গিয়ে যে কাণ্ড ঘটালেন তিনি, তা দেখে কেবল বিক্রেতাই নন, চোখ কপালে উঠেছে নেটিজেনদেরও। দেড় লক্ষ টাকার কয়েন দিয়ে আইফোন-১৪ কিনতে গিয়েছিলেন ওই যুবক। কী ঘটল তারপর?
আরও শুনুন: সুখের খোঁজে অচেনার ঠোঁটে ঠোঁট, নয়া ট্রেন্ডে ভাসছেন তরুণ-তরুণীরা
তাহলে খুলেই বলা যাক। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও। নিজের চ্যানেলে নিজেরই এক অভিজ্ঞতার ভিডিও পোস্ট করেছেন অমিত শর্মা নামের এক যুবক। ভিডিওতে দেখা গিয়েছে, আইফোন ১৪ কিনতে একটি দোকানে গিয়েছেন তিনি এবং তাঁর বন্ধুরা। দেখেশুনে ফোনটি কিনেও ফেলেন তিনি। হিসেবনিকেশ মিটিয়ে ফোনের বিল তৈরি করেন বিক্রেতারা। এরপর যথারীতি তাঁরা জানতে চান, কীভাবে দাম মেটাবেন ওই যুবক। অর্থাৎ নগদ টাকা দেবেন, নাকি নেট ব্যাঙ্কিং পদ্ধতির সাহায্য নেবেন। উত্তরে যুবক জানান যে, নগদ টাকাই দেবেন তিনি।
কিন্তু টাকা দিতে গিয়ে তিনি যে কাণ্ড ঘটান, তা দেখেই হতভম্ব হয়ে যান বিক্রেতারা। দেখা যায়, গাড়ি থেকে দু’গামলা কয়েন নিয়ে দোকানে ঢুকছেন যুবক ও তাঁর বন্ধুরা। তাঁদের দাবি, ওই কয়েনের মোট মূল্য দেড় লক্ষ টাকা, যা ফোনের দামের সমান। কিন্তু এমন বিপুল অঙ্কের টাকা যে কেউ স্রেফ কয়েন দিয়ে মেটানোর কথা ভাবতে পারে, তা কল্পনাতেও ছিল না বিক্রেতাদের। ফলে প্রথমে ওই কয়েন নিতেই চাননি তাঁরা। এত কয়েন কে গুনবেন, এ নিয়ে বচসা বাধে। দুই পক্ষের মধ্যে রীতিমতো তর্কবিতর্ক শুরু হয়ে যায়।
আরও শুনুন: মানুষ নয়, সুপারমডেল রোবট কর্মীরাই থাকবে দুবাইয়ের বিলাসবহুল রেস্তরাঁয়
কী হল তাহলে শেষমেশ? সে কথাই ভিডিওর শেষে এসে ফাঁস করেছেন ওই যুবক। আর তাতেই ফের চমকে গিয়েছেন নেটিজেনরা। যুবক জানান, আর কিছু নয়, নিছক মজা করার জন্যই এই ভিডিও বানানো হয়েছে। অনলাইনেই ফোনের দাম মিটিয়ে দিয়েছেন তিনি। আসলে নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যই এত কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। আর সেই উদ্দেশ্য যে সফলও হয়েছে, সে কথা মানতেই হবে। ইতিমধ্যেই ৪০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। দেড় লক্ষ কয়েন দিয়ে আইফোন কিনতে গিয়ে শেষমেশ যে ওই যুবকের বেশ লাভই হয়েছে, তা বলাই যায়।