স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে দেশ। এই আবহে জাতীয় পতাকাকে সম্মান জানাবার জন্য নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। তবে জাতীয় পতাকাকে ঘিরেই এই ব্যক্তি যে পদক্ষেপ করেছেন, তা এককথায় নজিরবিহীন। সরাসরি নিজের চোখের মধ্যেই জাতীয় পতাকার ছবি এঁকে ফেলেছেন তিনি। কেন এমন কাজ করেছেন ওই ব্যক্তি? আসুন, শুনে নেওয়া যাক।
দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫তম বছরটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী চেতনা তুলে ধরাই এই পরিকল্পনার লক্ষ্য। আর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নামে সেই প্রকল্পেরই একটি বড় অংশ হল ‘হর ঘর তিরঙ্গা’-র পরিকল্পনা। এই প্রকল্প মোতাবেক, স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তোলার আরজি জানিয়েছে কেন্দ্র। শুধু বাড়িতেই নয়, যে কোনও প্রতিষ্ঠানেও সেদিন তুলতে হবে জাতীয় পতাকা- দেশবাসীর কাছে এমনই আবেদন রেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই আবেদনে সাড়া দিয়েই অভিনব কাজ করে বসলেন কোয়েম্বাটোরের এই সমাজসেবী। সরাসরি নিজের চোখের মধ্যেই জাতীয় পতাকার ছবি এঁকে ফেলেছেন তিনি। কেন করলেন এমন কাজ, এর উত্তরে ইউএমটি রাজা নামের ওই ব্যক্তি জানিয়েছেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাস সকলকে মনে করিয়ে দিতে চান তিনি।
আরও শুনুন: পাকিস্তানের নাগরিকত্ব নিচ্ছেন ভারতীয়রা! ইঙ্গিত মিলছে তথ্যে, কারণটা কী?
দীর্ঘ এক সংগ্রামের পথ পেরিয়ে স্বাধীনতা অর্জন করেছিল দেশ। সেই লড়াইয়ে কারাবরণ করেছেন, দ্বীপান্তরের শাস্তি সয়েছেন, এমনকি প্রাণ পর্যন্ত দিয়েছেন অসংখ্য বিপ্লবী। কিন্তু ইংরেজদের অকথ্য অত্যাচারের মুখে দাঁড়িয়েও পিছু হটেননি তাঁরা। আর সেই নাছোড় লড়াইয়ের ফলশ্রুতি হিসেবেই স্বাধীনতা পেয়েছে দেশ। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো খানিক ফিকে হয়ে এসেছে সেই বেদনার ইতিহাস। কিন্তু স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে সকলের চেতনায় সেই বোধ ফের জাগিয়ে তুলতে চান ওই ব্যক্তি। জানা গিয়েছে, কোয়েম্বাটোর জেলার কুনিয়ামুথুর অঞ্চলের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় একজন মিনিয়েচার আর্টিস্ট। অর্থাৎ কোনও বড় জিনিসের ছোট সংস্করণ তৈরি করেন তিনি। আর সেই বিদ্যা কাজে লাগিয়েই একটি মিনিয়েচার জাতীয় পতাকাও তিনি তৈরি করে ফেলেছেন। কাপড়ের মতো পাতলা একটি ফিল্মের উপরে রং-তুলি দিয়ে সেই পতাকাটি এঁকেছেন তিনি। আর ডিমের খোলার ভেতরে থাকা সাদা অংশের সাহায্যে তাকেই জুড়ে দিয়েছেন চোখের সাদা অংশে।
আরও শুনুন: ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হল ১৫ আগস্টকে, নেপথ্যের কারণ কী?
কয়েক ঘণ্টার পরিশ্রমে শেষ করা এই কাজের ভিডিও নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন শিল্পী। কিন্তু চিকিৎসকদের মতে, এই কাজের ফলে চোখের রীতিমতো ক্ষতি হতে পারে, এমনকি সংক্রমণ ঘটাও আশ্চর্য নয়। তাই দেশাত্মবোধের নিদর্শন হিসেবে নিজে এ কাজ করলেও, অন্য কেউ যাতে তা না করেন, সে বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছেন ওই ব্যক্তি।