পর্বতকে জয় করার নেশায় অনেকেই প্রাণ হারান। দুর্ঘটনার সম্ভাবনা জড়িয়ে থাকে পদে পদে। তবে তার মধ্যেও কখনও সখনও ঘটে যায় অলৌকিক ঘটনা। সম্প্রতি তাই-ই ঘটল জনৈক পর্বতারোহীর সঙ্গে। প্রায় ২০০০ ফুট উপর থেকে পড়েও আশ্চর্যভাবে বেঁচে গেলেন তিনি। আসুন শুনে নেওয়া যাক।
বছর দুয়েক আগের কথা। মাউন্ট তারানাকি অভিযান করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন দুই পর্বতারোহী। প্রায় ২০০০ ফুট উচ্চতার সেই বিন্দু থেকেই সম্প্রতি পড়ে গিয়েছিলেন আরও এক অভিযাত্রী। তবে, অত্যাশ্চর্য ঘটনা এই যে, তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। শুধু তাই নয়, সাধারণ চোট আঘাত ছাড়া বড় কোনও ক্ষতিও হয়নি তাঁর। পর্বতারোহণের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের কাছে এ ঘটনা বেশ আশ্চর্যেরই।
আসলে যত দুর্ঘটনাই ঘটুক না কেন, শৃঙ্গজয়ের নেশা মানুষকে পর্বতের কাছে ফিরিয়ে আনে। নিউজিল্যান্ডের পশ্চিমে অবস্থিত এই মাউন্ট তারানাকি অভিযানে প্রতি বছরই বহু অভিযাত্রী শামিল হন। এই অভিযাত্রীও সেই দলে ছিলেন। অভিযান চলাকালীন ২০০০ ফুট উঁচু দুর্গম বিন্দু থেকে নিচে পড়ে যান তিনি। অভিযাত্রীদ্রা জানাচ্ছেন, এই জায়গাটা অত্যন্ত দুর্গম। পদে পদে বিপদের সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও তাই ঘটেছিল। সহযাত্রীকে পড়ে যেতে দেখেন অন্যরা। মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে গিয়েছিল, তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। এত উঁচু থেকে পড়ার পরিণতি যে কী হতে পারে, তা ভেবেই সকলে আতঙ্কিত ছিলেন। একে দুর্গম পর্বত, তার উপর আইফেল টাওয়ারের বেশি উচ্চতা থেকে পড়ে যাওয়া। সহযাত্রীরা চেষ্টা করেন ওই অভিযাত্রীর খোঁজ করতে। ঠিক কোথায় তিনি পড়ে যেতে পারেন, তা চিহ্নিত করার চেষ্টা করা হয়। সেই সময় অন্য যে অভিযাত্রী দল উপরে উঠছিলেন, তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান।
দেখা যায়, যে জায়গায় তিনি পড়েছিলেন জায়গাটি বরফে মোড়া ছিল। ফলে প্রাণে বেঁচে যান ওই অভিযাত্রী। এমনকী তাঁর বিশেষ চোট-আঘাতও বিশেষ লাগেনি। দুর্গমতম মাউন্ট তারানাকি অভিযানে বিপদ পড়েও এভাবে উদ্ধার পাওয়া বিরল বলেই মনে করছেন অনেকে। এমনকী পুলিশও জানাচ্ছে, ওই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান। নইলে এমন বিপদ থেকে সহজে কেউ রেহাই পায় না। কথায় বলে, রাখে হরি তো মারে কে! এই ঘটনা যেন সে কথাই নতুন করে মনে করিয়ে দিল।