চেয়েছিলেন নামী সংস্থার জিভে জল আনা খাবার। তার বদলে হাতে এল দলা পাকিয়ে রাখা একখণ্ড কাপড়। যা দেখে স্বাভাবিকভাবেই তিতিবিরক্ত ওই ব্যক্তি। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
মানুষ যে কী খায় আর কী না খায়, এখনও পর্যন্ত তার কোনও ব্যাকরণ তৈরি করে উঠতে পারেননি খাবারের ইতিহাস বিশেষজ্ঞরা। কিন্তু এই ব্যক্তিকে খাবারের মোড়কে যে জিনিসটি পরিবেশন করা হল, তা কোনোরকম খাবারের তালিকারই অন্তর্ভুক্ত নয়। মেনুর লোভনীয় পদটির জায়গায় তিনি পেলেন দলা পাকিয়ে রাখা একখণ্ড কাপড়। বস্তুত কোনও রেস্তরাঁয় প্লেটের সঙ্গে যে কাপড়ের ন্যাপকিন দেওয়া হয়, খাবারের প্যাকেটে খাবারের বদলে তা-ই পেয়েছেন ওই ব্যক্তি। তাও আবার নিজের খাবারে নয়, তাঁর শিশুপুত্রের জন্য অর্ডার করা খাবারের প্যাকেটটির ক্ষেত্রেই ঘটেছে এই ঘটনা। স্বাভাবিকভাবেই এহেন কাণ্ডে রেগে অস্থির ওই ব্যক্তি।
আরও শুনুন: বাতাসা কিংবা নকুলদানা নয়, এই মন্দিরে দেবতা তুষ্ট হন সুরা প্রসাদেই
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
উত্তর আয়ারল্যান্ডের ডেরি অঞ্চলের বাসিন্দা মার্টিন হোমসের সঙ্গে ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি। বিখ্যাত এক রেস্তরাঁয় সপরিবারে খেতে গিয়েছিলেন তিনি। পৃথিবী জুড়েই একাধিক শাখা ছড়িয়ে রয়েছে এই নামী রেস্তরাঁটির। কিন্তু এই ক্ষেত্রে তারা যা করেছে, তাকে অপেশাদারির চরম নিদর্শনই বলতে হয়। সকলের পছন্দমতো অর্ডার পেশ করার পরে খাবারের প্যাকেটগুলি নিতে যান ওই ব্যক্তি। তাঁর সাত বছরের ছেলের অর্ডার ছিল একটি চিকেন র্যাপ। কিন্তু সিল করা প্যাকেটগুলি খোলার পর তিনি দেখেন, ওই বিশেষ পদটির বদলে সেখানে রয়েছে ওই সংস্থার একটি ন্যাপকিন। যা দেখে ওই ব্যক্তির মন্তব্য, খাবারের প্যাকেটে একটু আধটু চিপস কম পড়ল কি সস থাকল না, এমনটা হতেই পারে। কিন্তু এ তো একেবারে হিসেবের বাইরের ব্যাপার। স্বাস্থ্যের দিকটি দেখতে গেলেও এই ঘটনা যথেষ্ট উদ্বেগের, এমনটাই মনে করেন ওই ব্যক্তি। যদিও এই ঘটনা নিয়ে অভিযোগ করার পর কর্তৃপক্ষ রীতিমতো ক্ষমা চেয়েছেন তাঁদের কাছে। পাশাপাশি সংস্থার ফ্রি ভাউচারও পেয়েছেন তাঁরা। সব মিলিয়ে, একভাবে মীমাংসা হয়ে গিয়েছে গোটা বিষয়টিরই।