মেজাজটাই আসল রাজা। তবে এই ব্যক্তি শুধু মেজাজেই নয়। বাস্তবেই পেয়েছেন গোটা রাজত্ব। একটা গোটা দ্বীপের পাশাপাশি আস্ত একটা প্রাসাদ, পাব এবং আটটি কটেজের মালিক হয়েছেন তিনি। কীভাবে? আসুন, শুনে নেওয়া যাক।
ছোট থেকে রাজা রানীর রূপকথা শুনে শুনে বড় হয়েছি আমরা কমবেশি সকলেই। তবে সত্যিকারের রাজা হওয়ার সুযোগ ক’জনই বা পান। রাজপরিবার বা নবাবের বংশধরদের কথা আলাদা। তবে আম আদমির রাজা হওয়া কি মুখের কথা!
আরও শুনুন: ৮ হাজারের বদলে ৮২ কোটি টাকা ক্যাশব্যাক পেয়ে আহ্লাদে আটখানা পরিবার… কী হল তারপর?
তবে তেমন ঘটনাই ঘটেছে ব্রিটেনের এই ব্যক্তির সঙ্গে। হঠাৎ করেই একটি দ্বীপ রাজত্ব পেয়ে গিয়েছেন তিনি। না এমনি এমনি নয়। এর জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে অন্তত দু’শো জনের সঙ্গে।
বছর তেত্রিশের অ্যারন স্যান্ডারসন পেশায় সাবমেরিনের ইলেক্ট্রিশিয়ান। সম্প্রতি ব্রিটেনের কাম্ব্রিয়ার ফোরনেস উপকূলের একটি দ্বীপের মালিকানা জিতে নিয়েছেন তিনি। শুধু ২৬ একরের দ্বীপটিই নয়, তার সঙ্গে ৯০০ বছরের পুরনো একটি প্রাসাদ, দ্য শিপ ইন নামে একটি পাব এবং আটটি ব্যক্তিগত কটেজেরও অধিকারী হয়েছেন তিনি। সব মিলিয়ে বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানা পেয়েছেন অ্যারন।
আরও শুনুন: ভাগ্য ফেরাল ভাঙা গাড়ির নম্বরপ্লেট, লটারিতে ৪০ লক্ষ টাকা জিতলেন মহিলা
সেই কোন ছোটবেলা থেকে ওই দ্বীপটিতে ঘুরতে যেতেন অ্যারন। কতবার সেখানে ক্যাম্পিংও করেছেন তিনি। তবে সেই দ্বীপ যে একদিন তাঁর হতে পারে, তা কি ভেবেছিলেন কোনওদিন। কিছুদিন আগে ওই মালিকানার লড়াইয়ে নাম লেখান অ্যারন। আর শেষমেশ জিতেও যান তিনি। আপাতত দশ বছরের জন্য পাইল নামে ওই দ্বীপটি সরকারি ভাবে তাঁরই। সেই আনন্দ উদযাপনের জন্য একটি পার্টিরও আয়োজন করেছিলেন অ্যারন। যেখানে আমন্ত্রিত ছিলেন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন থেকে শহরের অনেক মান্যগণ্যরাই। শুধু যে এই বিশাল সম্পত্তির মালিক হয়েছেন অ্যারন তাই নয়, আপাতত চাইলে যে কাউকে নাইট উপাধিও দিতে পারেন তিনি। সব মিলিয়ে অ্যারনের কাছে এ যেন রূপকথারই সত্যি হওয়া।