প্রথম চাকরি। প্রথম মাইনে। কিন্তু সেই টাকা নিজের জন্য খরচ করেননি মহিলা। কিনেছেন বেশ কয়েকটা স্কুলব্যাগ। তা বিলি করেছেন খুদে পড়ুয়াদের। ঘটনায় মুগ্ধ নেটদুনিয়া। কে করেছেন এমনটা? আসুন শুনে নেওয়া যাক।
জীবনের প্রথম চাকরি সকলের কাছেই রোমাঞ্চের। তার থেকেও বেশি প্রথম মাইনে। প্রথম বার নিজের রোজগার কীভাবে খরচ করবেন, সেই নিয়ে ধন্দে পড়ে যান অনেকেই। কেউ নতুন জামা কেনেন, কেউ বন্ধুদের নিয়ে হুল্লোড় করতে যান, কেউ আবার কাছের মানুষের জন্য উপহার খোঁজেন। এই মহিলা সেসব করেননি। বরং এমন কাজ করেছেন যা শুনলে অবাক হবেন যে কেউ।
কথা বলছি স্নেহা শর্মা সম্পর্কে। আলাদা করে নাম শুনে চেনা যাবে এমন সেলেব্রিটি তিনি নন। তবে যে কাজ তিনি করেছেন তা বেশ প্রশংসা কুড়োচ্ছে। সেই সুবাদে মহিলার নামও জনপ্রিয় হয়েছে। সদ্যই চাকরি পেয়েছেন স্নেহা। বিহারের একটি স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। মন দিয়ে কাজ করেছেন মাসভর। নির্দিষ্ট সময় পেয়েছেন মাইনে। একেবারে নিজের উপার্জন করা টাকা। অন্য কেউ হলে এই টাকা নিশ্চয়ই নিজের জন্য খরচ করতেন। অন্তত স্বাভাবিক নিয়ম সেটাই বলে। কিংবা কাছের মানুশজনকে উপহার কিনে দিতেন। স্নেহাও উপহার কিনেছেন বটে, তবে একেবারেই অচেনা কয়েকজনের জন্য। শুনতে অবাক লাগলে সত্যি। জীবনের প্রথম উপার্জন দিয়ে বেশ কয়েকটা স্কুল ব্যাগ কিনেছেন তিনি। সেসব বিলি করেছেন কয়েকজন পড়ুয়ার মধ্যে।
আসলে, এই পড়ুয়ারা আর্থিক ভাবে তেমন স্বচ্ছল নয়। প্রত্যেকেই স্থানীয় বস্তির বাসিন্দা। কাজেই আলাদা করে স্কুলে যাওয়ার ব্যাগ নেই সকলের। থাকলেও তা ঠিক স্কুলব্যাগ নয়। কোনওভাবে বই খাতা নিয়ে স্কুলে যাওয়াই তাদের কাছে বিরাট ব্যাপার। শৌখিন ব্যাগ ব্যবহার স্বপ্নের মতো। যতই প্রয়োজন থাকুক, ওই ভাবেই মানিয়ে নিতে হয়। এই সমস্যা জানতেন স্নেহা। তাই ঠিক করেন পড়ুয়াদের ব্যাগ উপহার দেবেন। আর তা কিনবেন প্রথম মাইনের টাকা থেকেই। যেমন ভাবা তেমন কাজ। মাইনে হাতে পেয়েই ব্যাগ কিনতে হাজির হন স্নেহা। মোট ১২০ খানা ব্যাগ কিনেও ফেলেন। সেইসব বিলি করে দেন বস্তির খুদেদের মধ্যে। শুধু ব্যাগ নয়, খাতা-পেন্সিল সহ আরও অনেক কিছুই পড়ুয়াদের উপহার হিসেবে দিয়েছেন স্নেহা। এমনটা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। আগামীদিনেও এইভাবে ওঁদের পাশে থাকতে চান। যেখানে নিজের উপার্জনের টাকা নিজের জন্যই খরচ করে থাকেন সকলে, স্নেহা সেখানে ব্যতিক্রম হিসেবে ধরা দিয়েছেন। তাই তাঁর এই কাজের ঘটনা বেশ প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়।