ঠিক যেন সিনেমা। কুখ্যাত ডনের বাড়ি রেইড করেছে পুলিশ। আর সেই রেইড লিড করছে একজন মহিলা অফিসার। বাস্তবিকই এই ঘটনা ঘটেছিল আইপিএস অফিসার লিপি সিংহ-র জীবনে। কেমন ছিল বাস্তবের সেই চিত্রনাট্য? শুনুন।
ঠিক যেন সিনেমা। কুখ্যাত ডনের বাড়ি রেইড করেছে পুলিশ। আর সেই রেইড লিড করছে একজন মহিলা অফিসার। বাস্তবিকই এই ঘটনা ঘটেছিল আইপিএস অফিসার লিপি সিংহ-র জীবনে। কেমন ছিল বাস্তবের সেই চিত্রনাট্য? শুনুন।
ছোটে সরকারের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। ভিতরে ঢুকতে বাধা পেয়ে পুলিশ দু-এক রাউন্ড গুলিও চালিয়েছে। দূর থেকে গ্রামবাসীরা মাধেপুরা ডিস্ট্রিক্টের লাডমা গ্রামের উত্তাপ মাপছে আর ভাবছে, যে বাড়িতে পুলিশের রোজ যাওয়া আসা, সেই বাড়িকেই ঘিরে রেখেছে পুলিশ। রেড করেছে বিধায়কের বাড়ি! তার থেকেও আশ্চর্যের ছোটে সরকারের বাড়ির রেড লিড করছেন একজন মহিলা পুলিশ!
আরও শুনুন – Sex Slave: যৌনদাসীর দিনরাত, ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছিলেন Nadia Murad
নতুন কোনও ওয়েব সিরিজ, তার রিভিউ শুনছেন। এতক্ষণ এটাই ভাবছিলেন তো! এই রকম গল্পই তো এখন ট্রেন্ডিং-এ। মহিলা পুলিশ অফিসার লড়াই করছেন এলাকার ডনের সঙ্গে। টানটান উত্তেজনায় টিভির পর্দা থেকে চোখ সরানো যায় না, এই ধরনের গল্পে। আর পর্দাটা যদি হয় বাস্তবের তাহলে তো উত্তেজনার পারদ কতদূর উঠবে জনতাও জানেন না।
সংযুক্ত জনতা দলের বিধায়ক অনন্ত কুমার সিং। ছিলেন ডন। খুন খারাপি, মারদাঙ্গায় সিদ্ধহস্ত এই ব্যক্তিটি হঠাৎ করে ভোটে জিতে হয়ে গেলেন জনপ্রতিনিধি। কিন্তু পিছনে তো রয়েছে লম্বা ক্রিমিনাল রেকর্ড। ভোটে জেতার পর সেই রেকর্ড আরও বাড়তে থাকল। এতদূর শুনে মনে হচ্ছে কোনও ডনের কাহিনি বলছি। একদম তা নয়। ঠিক এই জায়গায় ঢুকে পড়লেন লেডি সিংহম। টিভির পর্দায় নয়, বাস্তবের জমিতে।
আরও শুনুন : যেমন Breast তেমন Tax, প্রথার নামে দেশের মেয়েদের সইতে হত যৌন হেনস্তাও
লিপি সিং। ২০১৬-র ব্যাচের আইপিএস অফিসার। সেদিন বিধায়ক অনন্ত কুমার সিংয়ের বাড়ি রেডের নেতৃত্বে থেকে উদ্ধার করেন লোডেড একে -৪৭, ২২ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা। সেদিন থেকেই লাইমলাইটে এই আইপিএস অফিসার। এই সাহসি অভিযানের সঙ্গে তার নতুন নাম হয়ে যায় লেডি সিংহম। বিধায়কের বাড়িতে অভিযান চালাতে দম লাগে সেটা লিপি ম্যাডাম জানতেন। যদি রেড করে কিছুই না পাওয়া যায়, তার ফল হবে চরম, সেটাও জানা ছিল। সবদিক ভেবে চিন্তেই সেদিন মাঠে নেমেছিলেন তিনি। রাজনীতির মুখোশে লুকিয়ে থাকা এক কুখ্যাত অপরাধীর মুখোশ খুলে দিয়েছিলেন। সেদিন অনন্ত কুমার সিং পালিয়ে বেঁচেছিলেন। পরে কোর্টে আত্মসমর্পণ করতে বাধ্য হন।
বাকি গল্প শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।