বইতে হবে না ভারি ব্যাগ। স্কুলে গিয়ে পড়াশোনাও করতে হবে না। পড়ুয়াদের চাপ কমাতে এমনই প্রস্তাব এসেছে কেন্দ্রের তরফে। তবে বছরভর এমনটা করলে সিলেবাস শেষ হবে কেমন করে? ঠিক কী জানাচ্ছে কেন্দ্রীয় প্রস্তাব? আসুন শুনে নেওয়া যাক।
স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি?
স্রেফ গানের কথা নয়। বাস্তবেই এ অভিযোগ পড়ুয়ারা করে থাকে। মোটা বই, খাতা, পেন্সিল বাক্স, টিফিন, জলের বোতল… সব মিলিয়ে যেন আস্ত একটা সংসার। বয়ে নিয়ে যেতে হয় রোজ। স্কুলে গিয়েও রেহাই নেই। ভারী ব্যাগ নিয়েই উঠতে হয় সিঁড়ি বেয়ে। ফেরার সময় আবারও সেই এক গল্প। ব্যাগের ভারে পীঠ কুঁজো হয়ে যাক, তাও বই হবে। এই সমস্যা মেটাতেই এবার বিশেষ প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার।
এই সমস্যা নতুন নয়। ভারী ব্যাগে পড়ুয়াদের শিরদাঁড়ার সমস্যা ডেকে আনে, এমন আশঙ্কার কথাও হামেশাই বলে থাকেন চিকিৎসকরা। তাতেও কাজের কাজ হয় না। রোজ বই-খাতা নিয়ে যেতেই হবে, এমন নিয়ম বহু স্কুলে। কিছু কিছু ক্ষেত্রে অভিভাবকরাও জোর করে ভারী ব্যাগ চাপিয়ে দেন খুদের পীঠে। তবে এই ব্যবস্থা এবার বদলাতে হবে। এমনটাই জানাচ্ছে কেন্দ্রের নয়া প্রস্তাব। বই-খাতা ছাড়া পড়াশোনা সম্ভব নয় ঠিকই, কিন্তু চাইলেই তো মাঝে মধ্যে পড়াশোনা বন্ধ রাখা যায়। এমনটাই জানাচ্ছে কেন্দ্রের নয়া প্রস্তাব। তবে বছরভর এমনটা করলে সিলেবাস শেষ করবে কে? পরীক্ষাতেই বা খুদের দল লিখবে কী? তাই বছরে মাত্র ১০ দিন ব্যাগহীন কাটানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। এই কদিন স্কুলে পড়াশোনা হবে না। বদলে, খেলাধুলো, ক্যুইজ কিংবা বিতর্ক আলোচনায় অংশ নেবে পড়ুয়ারা। বছরের কোন দশ দিন এই কর্মসূচি পালন হবে, সে সিদ্ধান্ত স্কুলের। তবে কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, সমস্ত স্কুলকেই মানতে হবে এই নিয়ম।
চাইলে এই সময়টা পড়ুয়াদের নিয়ে কোথাও ঘুরে আসার ব্যবস্থাও করতে পারে স্কুল। এমনিতেই বিভিন্ন স্কুলে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা থাকে। সেই ভ্রমণ এই দশদিনে করা যেতে পারে। এর আগে ২০২০-র জাতীয় শিক্ষানীতিতে এই নিয়মের কথা বলা হয়েছিল। সম্প্রতি নতুন করে সেই প্রস্তাব পাঠানো হয়েছে বিভিন্ন স্কুলে। তবে সারা বছরে মাত্র ১০ দিন ব্যাগের বোঝা কমিয়ে, পড়ুয়াদের কতটা লাভ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই কদিন পড়াশোনার বদলে অন্য কিছু করায় পড়ুয়াদের আনন্দ হবে ঠিকই, তবে তার মারাত্মক প্রভাব পড়বে না। তার চেয়ে ব্যাগের ভার কমানোর অন্য কোনও ব্যবস্থা অধিক কার্যকর হবে বলেই মনে করছেন কেউ কেউ। যদিও ইতিমধ্যেই বিভিন্ন স্কুল কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। চলতি শিক্ষাবর্ষেই এই নিয়ম চালু হবে বলেও জানিয়েছে কিছু স্কুল কর্তৃপক্ষ। সামগ্রিক ভাবে দেশ ও রাজ্যের সব স্কুলে কবে থেকে এমন নিয়ম চালু হয়, তা দেখা সময়ের অপেক্ষা।