শুভ অনুষ্ঠানে নগদ উপহার খুবই চেনা। তবে টাকা দেওয়া হয় সুন্দর একটা খামে ভরে। তার উপরে আঁটা থাকা এক টাকার কয়েন। প্রশ্ন হচ্ছে, ওই কয়েন কেন থাকে? নেপথ্যে কোনও বিশেষ কারণ রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
বিয়ে, জন্মদিন, উপনয়ন, শুভ অনুষ্ঠানে উপহার দেওয়া প্রচলিত নিয়ম। তবে সবাই বড়সড় কিছু উপহার নিয়ে অনুষ্ঠানে হাজির হন না। তার জায়গায় পকেটে করে নিয়ে আসেন একটা সুদৃশ্য খাম। তাতেই ভরা থাকে উপহারের সমমূল্যের টাকা। এ দেশে এমনটা একেবারেই স্বাভাবিক। কিন্তু ওই খামে কেন এক টাকার কয়েন আঁটা থাকে এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।
অনুষ্ঠান বাড়িতে উপহার নিয়ে যাওয়ার চল আজকের নয়। পুরাণের গল্পেও এমন উদাহরণ রয়েছে। মনে করা হয়, এই উপহার আসলে আশীর্বাদ। বিয়ের ক্ষেত্রে নবদম্পত্তির সুস্থ জীবন কামনা করে উপহার দেন অতিথিরা। জন্মদিন বা উপনয়নেও তাই। সুন্দর মোড়কে সাজিয়ে তুলে দেওয়া হয় উপহার। নানা রঙের সেইসব উপহারের ভিতরে কী আছে বোঝার উপায় নেই। ব্যতিক্রম নগদ উপহার। কারণ এটি দেওয়া হয় খামে ভরে। চাইলেই আড়ালে গিয়ে খাম খুলে দেখে নেওয়া যায়। সে প্রসঙ্গ আলাদা। কথা হচ্ছে, ওই নগদ রাখার খাম নিয়ে। এমনি সাধারণ খামে ভরে নগদ উপহার কেউ দেন না বললেই চলে। হরেক রকম কায়দা করা রঙিন খাম এর জন্য বরাদ্দ। তার বিশেষত্ব হচ্ছে উপরে আঁটকানো কয়েন। এক টাকার কয়েনই আঁটকানো থাকে মূলত। সেই নিয়েই অনুষ্ঠান বাড়িতে হাজির হন অতিথিরা। কিন্তু কেন ওই টাকার কয়েন?
নেপথ্যে রয়েছে শাস্ত্রের ব্যাখ্যা। আসলে, যে কোনও মুদ্রাকেই হিন্দু ধর্মে পবিত্র মনে করা হয়। পুজোর দক্ষিণাতেও একটা কয়েন দেওয়া বাধ্যতামূলক। তাই উপহারে এই টাকার কয়েন দিলে, লক্ষ্মী দেবী বড় তুষ্ট হন। এমনটাই বলে থাকেন পণ্ডিতরা। এছাড়াও কারণ রয়েছে। সাধারণত খামে ভরে যে টাকা দেওয়া হয়, তার শেষ অঙ্ক অবশ্যই শূণ্য। অনেকে মনে করেন, উপহারে এই শূণ্য বড় বেমানান। তাই এক টাকা যোগ করে হিসাবটা বদলে দেওয়া হয়। আসলে, একসময় এ দেশে স্রেফ মুদ্রার চল ছিল। সেই সময় উপহার হিসেবেও মুদ্রা দেওয়া হত। তবে সবকিছু বদলেছে। মুদ্রার বদলে এসেছে নোট। বড় অঙ্কের লেনদেন হয় তাতেই। তবে মুদ্রা একেবারে অবলুপ্ত হয়ে যায়নি। অল্প টাকার লেনদেনের জন্য রয়েছে কয়েন। তাই সেই কয়েন উপহার যোগ করলে পুরনো সংস্কৃতিকেও সম্মান জানানো হয়। যদিও মনে করা হয়, এই সবকটি কারণই এসেছে প্রচলিত ধারণা থেকে। সঠিক ভাবে কোন উদ্দেশ্য নিয়ে উপহারের খামে এক টাকা যোগ করা শুরু হয়েছিল, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।