অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। জানুয়ারির ২২ তারিখ উৎসবের মাহেন্দ্রক্ষণ। কিন্তু শাস্ত্রমতে রামচন্দ্রের আসল জন্মদিন ওই তারিখে নয়। তাহলে মর্যাদা পুরুষোত্তম জন্মগ্রহণ করেছিলেন কবে কবে? আসুন শুনে নিই।
রামমন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। উৎসবের আমেজ গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ হাজার হাজার ভক্তের উপস্থিতিতে জানুয়ারির ২২ তারিখ অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার যাবতীয় পুজোপাঠ সম্পন্ন হবে। তবে শাস্ত্রমতে রামলালার আসল জন্মদিন ওই তারিখে নয়।
:আরও শুনুন:
সীতা নেই, হনুমান আছেন! রামলালার নতুন মূর্তি জুড়ে রয়েছে আর কী কী?
রামমন্দির উদ্বোধন এবং গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা, বিগত কয়েক মাস ধরে এই নিয়েই মেতে রয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রামলালার মূর্তির ছবি। ৫ বছরের বালকের আদলে গড়া মূর্তিটি একবার দেখার জন্য নেটদুনিয়ায় ভিড় উপচে পড়ছে। রামভক্তরা তো বটেই, সাধারণ মানুষও কৌতুহলের বশে ছবিটি শেয়ার করেছেন। জানা গিয়েছে, জানুয়ারির ২২ তারিখ ওই মূর্তিরই বিশেষ অভিষেক হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তীর্থের পবিত্র জল, দুধ, মধু, ঘি, চন্দন আরও কতকী! সবই ব্যবহার করা হবে রামলালার মহাঅভিষেকে। তারপর মন্ত্রের মাধ্যমে প্রস্তরমূর্তিতে হবে প্রাণপ্রতিষ্ঠা। তার জন্য নির্দিষ্ট করা হয়েছে বিশেষ সময়ও। তবে অযোধ্যার রামলালা ওইদিন প্রতিষ্ঠিত হলেও, রামের জন্মদিন মোটেও ২২ তারিখ নয়। অন্তত শাস্ত্রের বাখ্যা তেমনই। জনপ্রিয় সংবাদ মাধ্যমের দাবি, রামচন্দ্রের জন্মদিনও জানুয়ারিতেই। তবে ২২ তারিখ নয়, ১০ তারিখ। তাঁদের এই দাবির ভিত্তি কয়েকবছর আগে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এক সেমিনার। কালচারাল কমিউনিটি ফ্রম রিগভেদা টু রোবোটিক্সের ওই সেমিনারে স্পষ্টভাবে জানানো হয়, শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন খিস্টপূর্ব ৫১১৪ সালের ১০ জানুয়ারি, বেলা ১২ টা ৫ নাগাদ। এর সমর্থনে একাধিক শাস্ত্রীয় যুক্তি দেখিয়েছিলেন সেমিনারের কর্মকর্তারা। এমনকি ক্যালেন্ডারের হিসাব মিলিয়েও দেখিয়েছিলেন কেন ওইদিনটিকেই রামের জন্মদিন হিসেবে মানা উচিত। শুধু তাই নয়, সীতার বনবাস, হনুমানের লঙ্কাকাণ্ড এইসব কিছুর সন তারিখের হিসাব ওই সেমিনারে দেখানো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, রামের জন্মদিন হিসেবে তো রামনবমীর দিনটাই পালন করা হয়। আর সেতো এপ্রল-মে মাসে। তাহলে জানুয়ারির ১০ তারিখ কীভাবে রামের জন্মদিন হল?
:আরও শুনুন:
‘ইয়েস স্যার’ নয়, রোল কলের উত্তরে ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ গুজরাটের স্কুলে
সে ব্যাখ্যাও রয়েছে। দিল্লির ওই সেমিনারে রামের যে জন্মদিনের কথা বলা হয়েছে, তা সমর্থন করেন আরও অনেকে। এমনই এই ধর্মীয় সংগঠনের রামনবমী কেন কয়েকমাস পরে অনুষ্ঠিত হয় সেই ব্যাখ্যা দিয়েছে। আসলে রামনবমী শ্রীরামের জন্মতিথি। তবু তা এতটা পিছিয়ে যাওয়ার কারণ বিষুব রেখার তারতম্য। এর জেরেই সময়ের পার্থক্য তৈরি হয়। সংগঠনের দাবি, প্রতি ৭২ বছর পর একদিন করে সময় পিছোতে থাকে। এদিকে রামের জন্ম আজ থেকে প্রায় ৭২০০ বছর আগে। সেই হিসেবে রামের আসল জন্মদিন জানুয়ারির ২২ তারিখ হলেও, তিথি আসতে আরও ১০০ দিন লেগে যায়। অর্থাৎ তিন মাস পর এপ্রিল বা মে মাসে পরে রামনবমী তিথি। আবার কেউ কেউ এমন দাবিও করেন রামের আসল জন্মদিন ২২ ফ্রেবুয়ারি। তবে জন্মদিনের হিসাবে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হচ্ছে না। বরং এইদিনের আলাদা মাহাত্ম রয়েছে হিন্দু শাস্ত্রে। যা স্বয়ং বিষ্ণুর সঙ্গে জড়িত। তাই জানুয়ারির ২২-ই উতসবের মাহেন্দ্রক্ষণ স্থির করা হয়েছে। এদিন গোটা দেশে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান লাইভ দেখানো হবে। যার জন্য কেন্দ্র সরকারের তরফে ছুটিও ঘোষণা করা হয়েছে। আপাতত সেই অনুষ্ঠানের জাঁকজমক কেমন হয়, তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।