পয়লা জানুয়ারি মানেই শুরু আবার একটা নতুন বছরের। একথা সকলেই জানেন। কিন্তু সবাই হয়তো মানেন না। অর্থাৎ জানুয়ারির ১ কোনওভাবেই নতুন বছরের প্রথম দিন নয়। আর এমনটা এক-দুজন নয় অনেকেই মানেন। এমনকি তালিকায় আপনিও থাকতে পারেন। কীভাবে জানেন? আসুন শুনে নিই।
দেখতে দেখতে কেটে গেল আরও একটা বছর। ইংরেজি ক্যালেন্ডারের পাতাও শেষ। অনেকের বাড়িতেই নতুন ক্যালেন্ডার ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। কিন্তু জানেন কি, ১লা জানুয়ারি মানেই নতুন বছরের শুরু নয়। অন্তত বেশ কিছু সম্প্রদায় বা জাতির কাছে তো বটেই।
আরও শুনুন: বাড়ি হারিয়ে গেলেই ফের বাড়ি মেলে? লড়াই না-ছাড়ার রসদ জোগায় আশা
আসলে, দিন-মাস-বছরের হিসেব করা হবে কীভাবে, এই নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছিল প্রাচীন সভ্যতাগুলির আমলেই। তাকে মোটামুটি একটা গোছানো রূপ দিয়েছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজার। তাঁর প্রবর্তিত জুলিয়ান ক্যালেন্ডারে বছরের প্রথম মাসের মর্যাদা দেওয়া হয় জানুয়ারিকে। যেহেতু রোমানদের ফটকের দেবতা জানুস, তাই জানুয়ারি মাসকেই নতুন বছরের ফটক বা দরজা হিসেবে বেছে নেওয়া হয়। সেই থেকে পয়লা জানুয়ারিতেই নববর্ষ উদযাপন করা হতে থাকে। আজকের পৃথিবী এই হিসাবেই চলে। সরকারি কাজ কর্মের ক্ষেত্রে বা ছুটির হিসাবেও বেশিরভাগ দেশেই এমনটাই মানা হয়। তবে সবার কাছে নতুন বছরের প্রথম মাস জানুয়ারি নয়। তাই বছরের শুরুর দিনটাও পয়লা জানুয়ারি নয়।
আরও শুনুন: কুশপুতুল দাহ থেকে হরেক রঙের অন্তর্বাস পরা, অদ্ভুত রীতিতে নতুন বছরকে স্বাগত জানানো হয় বিশ্বে
তালিকায় সবার আগে রয়েছে চিন দেশের বাসিন্দারা। নতুন বছরের প্রথম দিন হিসেবে তাঁরা ১ জানুয়ারি উদযাপন করেন না। বরং জানুয়ারির শেষদিক বা ফ্রেব্রুয়ারির শুরুতে তাঁরা পালন করেন চাইনিজ নিউ ইয়ার ডে। আসলে চন্দ্রমাস অনুযায়ী বছরের হিসাব করার জন্যই এই পার্থক্য। এই দিনে চিনে তো বটেই, বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা চিনারাও বর্ষপূর্তি উদযাপন করেন। একইভাবে কোরিয়ান নিউ ইয়ারের শুরুটাও অন্য দিন। এখানেও খানিকটা চীনের মতোই নিয়ম। ২০২৪ এ যেমন কোরিয়ান নিউ ইয়ার ১ ফ্রেবুয়ারী। একইদিনে নতুন বছরের শুরু ভিয়েতনামেও। সেখানকার বিভিন্ন উপজাতি এই দিনেই বর্ষবরণের উৎসবে শামিল হন। এতো গেল বিদেশের কথা। আমাদের দেশেও অনেকেই ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন হিসেবে পালন করেন। তবে আলাদা করে গোটা ভারতের জন্য কোনও নিউ ইয়ার ডে নেই। বরং বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা দিন নতুন বছরের শুরুর উদযাপন করা হয়। যেমন হিন্দি নতুন বছর, বাংলা নতুন বছর, তামিল, আসাম, ওড়িয়া, মণিপুর সর্বত্র রয়েছে আলাদা দিনে নতুন বছরের শুরুর দিন হিসেবে পালনের রেওয়াজ। তবে একথা বলাই বাহুল্য, সরকারি কাজকর্মের ক্ষেত্রে যাকে অফিসিয়াল হিসাব বলে আর কি, সেখানে জানুয়ারি থেকেই নতুন বছরের শুরু। তাই নিজের সংস্কৃতিতে যেদিনই নতুন বছরের শুরুর দিন হিসেবে পালন করা হোক, ১ জানুয়ারি বর্ষবরণের আনন্দে শামিল হন অনেকেই।