বিয়ে করলেই মিলবে পুরস্কার। শর্ত একটাই, পাত্র হতে হবে গ্রামের। যে মহিলা গ্রামের পাত্রকে বিয়ে করবেন, সরকারের তরফেই তাঁকে দেওয়া হবে পুরষ্কার। কোথায় চালু হল এমন নিয়ম? পুরস্কার দেওয়ার কারনটাই বা কি? আসুন শুনে নেওয়া যাক।
বিয়েতে উপহার দেওয়ার চল রয়েছে সব জায়গাতেই। নবদম্পতিকে আশীর্বাদ হিসেবে নানান উপহার দিয়ে থাকেন অতিথিরা। কিন্তু বিয়ে করলে সরকারের তরফে পুরস্কার মিলছে এমনটা শুনেছেন? সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে জাপান সরকার। শর্ত একটাই, বিয়ে করতে হবে গ্রামের পাত্রকে।
শহরের তুলনায় গ্রামের জীবন অনেকটাই আলাদা। সাধারণ সুযোগ সুবিধা পেতে মাইলের পর মাইল পেরোতে হয় গ্রামের মানুষদের। যতই উন্নতি হোক, গ্রামের অনেক কিছুই শহরের মতো সহজলভ্য নয়। জেনেবুঝে সেখানে সারাজীবনের জন্য থাকতে চাইবেন শহরের কেউ। আর সেই কারণেই কমছে গ্রামের বাসিন্দা। বিশেষ করে মহিলাদের সংখ্যা ক্রমেই কমছে। কেউ কাজের প্রয়োজনে, কেউ আবার পড়াশোনা করতে শহরে এসে থাকছেন। বলাই বাহুল্য, গ্রামের তুলনায় শহরে কাজ করে রোজগারও বেশি হবে। একবার সেই স্বাদ পেলে গ্রামে ফিরতে চাইছেন না মহিলারা। তাতে গ্রামের জীবনযাত্রায় নানা সমস্যা দেখা দিচ্ছে। সম্প্রতি এইসব সমস্যা নজরে এসেছে জাপান সরকারের। তারপরই প্রশাসনের তরফে অদ্ভুত এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে বিশেষ পুরস্কার। যা মিলবে গ্রামের কাউকে বিয়ে করলে। মূলত মহিলারাই পাবেন এই সুযোগ। শর্ত একটাই, গ্রামের কাউকে বিয়ে করে সেখানেই সংসার পাততে হবে। এমনটা করলে প্রথমেই মোটা টাকা আর্থিক পুরস্কার দেবে সরকার। শুধু তাই নয়, গ্রামে যাতায়াতের খরচও দেওয়া হবে মহিলাকে। বিয়ের যাবতীয় খরচও বহন করবে সরকার।
তবে বিয়ে করলে পুরস্কারের বিষয়টি নতুন নয়। এ দেশেও এর চল রয়েছে। তাতে অবশ্য জাতের প্রসঙ্গ ওঠে। ভিনধর্মের কাউকে বিয়ে করলে দেওয়া হবে পুরস্কার, এমন ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন অনেকেই। তবে গ্রামের পাত্র বিয়ে করলে পুরস্কার পাওয়ার বিষয়টি একেবারেই নতুন। তবে এর নেপথ্যে জাপানের জন্মহার কমার বিষটিও রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। বিগত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, জাপানে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেড়েছে। তাতেই সে দেশের জনসংখ্যার বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে। তাই মহিলাদের বিয়ের জন্য উৎসাহ যোগাতেই পুরস্কারের ঘোষণা। শহরের মানুষ তো এমনিই বিয়ে করবেন, তাঁদের সকলকে পুরসকার দিতে গেলে সবটা সামলানো যাবে না। তাই গ্রামের পাত্রকে বিয়ে করার শর্ত দিয়েছে সরকার, এমনটাই মনে করছেন সে দেশের ওয়াকিবহাল মহল। তবে কারণ যাই হোক, বিয়ের জন্য সরকারের পুরস্কার দেওয়ার বিষয়টি বে অভিনব, তা আর বলার অপেক্ষা রাখে না।