ভোট দিতে যাওয়ার আগে বেজায় বিপত্তি! হাজার খুঁজেও মিলছে না ভোটার কার্ড। তাহলে এবারের মতো গণতান্ত্রিক দায়িত্ব পালনে বঞ্চিত থাকতে হবে? কমিশনের নিয়ম কিন্তু অন্য কথা বলছে। ভোটার কার্ড না থাকলেও কি ভোট দেওয়া যায়? আসুন শুনে নেওয়া যাক।
পরিচয় পত্র হিসেবে অনেকেই ভোটার কার্ড সঙ্গে রাখেন। বেশিরভাগ জায়গায় যোগ্য পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ডকে মান্যতাও দেওয়া হয়। তাই কার্ড হারিয়ে গেলে চিন্তা হওয়াই স্বাভাবিক। বিশেষ করে ভোটের সময় ভোটার কার্ড হারিয়ে গেলে, ধরে নেওয়া হয় এর জন্য ভোট দেওয়াই হবে না। তবে কমিশনের নিয়ম সে কথা বলছে না।
আসলে, ভোটার কার্ড এক বিশেষ পরিচয় পত্র। ভারতীয় নাগরিক হিসেবে ভোটাধিকার রয়েছে কি না সে বিষয়টা নিশ্চিত করে এই কার্ড। কিন্তু নির্বাচনের সঙ্গে সরাসরি এর সম্পর্ক নেই বললেই চলে। অর্থাৎ বুথে গিয়ে ভোটার কার্ড জনে জনে পরীক্ষা করেও দেখা হয় না অনেক সময়। তার জন্য আগে ভাগেই বাড়িতে বিশেষ স্লিপ দিয়ে যান ভোট কর্মীরা। সেখানে ভোটদাতার যাবতীয় পরিচয় নথি দেওয়া থাকে। কোন বুথে ভোট সেই খোঁজও লেখা থাকে ওই স্লিপে। একইভাবে স্লিপের কপি ভোটকর্মীদের কাছেও থাকে। সুতরাং ভোটার লিস্টে নাম থাকলে ভোট দিতে কমিশনের তরফে কোনও সমস্যা না হওয়ারই কথা। তাও কোনও সমস্যা হলে বুথের দায়িত্বে থাকা আধিকারিকরা কার্ডের সঙ্গে ভোটদাতার ছবি মিলিয়ে দেখতে পারেন। সেক্ষেত্রে পরিচয় পত্র না থাকলে সমস্যা। কিন্তু কোথাও বলা নেই, যে সেই পরিচয় পত্র ভোটার কার্ডই হতে হবে।
কমিশনের নিয়ম অনুযায়ী, যে কোনও সরকারি পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, রেশন কার্ড এমনকি প্যান কার্ড নিয়েও ভোট কেন্দ্রে যাওয়া যায়। কেউ চাইলে সেই পরিচয় পত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারেন ভোটদাতার চেহারা। তবে এক্ষেত্রে কমিশনের দেওয়া স্লিপ সঙ্গে রাখতেই হবে। নাহলে বুথ খুঁজে পাওয়া মুশকিল। তাও ভোটার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়টি সহজ ভাবে না নেওয়াই ভালো। ভোটের সময় না হোক, এমনিতে পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড কাজে আসতেই পারে। সেক্ষেত্রে সহজ উপায় হতে পারে কমিশনের ওয়েবসাইট থেকে ই-কার্ড ডাউনলোড করে নেওয়া। নির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারলেই কমিশনের সাইট থেকে সহজে ই-ভোটার কার্ড মিলবে। সেই কার্ড প্রিন্ট করে নিলেই হল। সাধারণ ভোটার কার্ডের মতোই এই কার্ডও গ্রহণযোগ্য হবে সর্বত্র। তাই ভোটার কার্ড হারিয়ে গেলে চিন্তার কোনও কারণ নেই। বিশেষ করে, ভোট দেওয়া যাবে কি না সেই ভাবনা একেবারেই অপ্রয়োজনীয়।