পরনে লাল রঙের পোশাক। গায়ের রং বেশ ফর্সা। চুলের রং কালো আর বাদামী মেশানো। ঠোঁটের কোণে হালকা হাসি। মেয়েটি তাকিয়ে আছে সামনের দিকে। আর একবার তার চোখের দিকে কেউ চোখ রাখলেই সব শেষ। কথা বলছি অভিশপ্ত এক ছবির সম্পর্কে। ঠিক কেন ওই ছবিকে অভিশপ্ত বলা হয় জানেন? আসুন শুনে নিই।
অভিশপ্ত বাড়ি কিংবা বইয়ের কথা অনেকেই শুনেছেন। কখনও অভিশপ্ত ছবির কথা শুনেছেন? তালিকায় বিশ্ব বিখ্যাত কিছু ছবিও রয়েছে। সেইসঙ্গে রয়েছে এক কিশোরীর ছবিও। এই ছবি বাড়ি নিয়ে গেলেও, এক-দু রাতের বেশি কেউই রাখতে পারেননি। বারবার যেখান থেকে ছবিটি বিক্রি হয়েছে, সেখানে ফিরে এসেছে।
আরও শুনুন: ভারতে কোথায় প্রথম সূর্যোদয় হয়? ভিডিও পোস্ট করে জানালেন বিজেপি মন্ত্রী
ঘটনাটি মার্কিন মুলুকের। কয়েকবছর আগে সেখানকার এক দোকান থেকে একটি ছবি কিনেছিলেন এক ব্যক্তি। খুবই সাধারণ এক ছবি। লাল রঙের জামা পরা কিশোরীর ছবি। বিশেষত্ব তার চোখে। প্রথমবার দেখলে মনে হবে কিশোরী আপনার দিকেই তাকিয়ে রয়েছে। অনেক ছবিতেই এমনটা হয়। তবে এই ছবি একটু আলাদা। একবার নয়, যতবার এই ছবির দিকে কেউ তাকাবে স্পষ্ট মনে হবে কিশোরী এতক্ষণ ওই ব্যক্তির দিকেই তাকিয়ে ছিল। জায়গা পরিবর্তন করলেও শান্তি নেই। মনে হবে কিশোরী যেন ফলো করছে। আর এতেই অনেকের রীতিমতো অস্বস্তি হয়। প্রথমবার ছবিটি বিক্রি হয়েছিল ২৫০০ টাকায়। কিন্তু দুদিন যেতে না যেতেই ছবিটি দোকানে ফিরিয়ে দেন ওই ব্যক্তি। যদিও তখ\ন ফেরত দেওয়ার কারণ হিসেবে কিছুই খুলে বলেননি তিনি। বরং ছবিটির বিনিময়ে পুরো টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছিলেন। বাধ্য হয়ে দোকানি নতুন ফন্দি আঁটেন। আসলে ছবিটি ফের বিক্রি না হওয়া অবধি ওই ব্যক্তির টাকা ফেরত দেওয়া সম্ভব ছিল না। তাই নতুন করে ছবিটি বিক্রির জন্য সাজিয়ে দেন দোকানদার। সেইসঙ্গে লিখেও দেন, ছবিটি সম্ভবত অভিশপ্ত। সাধারণত এই ধরনের কিছু লেখা দেখলে অনেকেই বাড়তি আগ্রহ দেখান। এই ছবির ক্ষেত্রেও হয়েছিল ঠিক তেমনটাই। একজন সাহস দেখিয়ে কিনেও নিয়ে যান ছবিটি। কিন্তু তার মেয়াদও বেশিদিন ছিল না। তিনিও ছবিটি ফেরত দিয়ে যান দোকানেই। পরপর দুবার ছবিটি ফেরত আসায়, দকানদারও বেশ অবাক হন। এবার তিনি আরও রোমাঞ্চকর কিছু লাইন লিখে রাখেন ছবিটির সামনে। সেইসঙ্গে ছবিটির দামও কমিয়ে দেন কিছুটা। শোনা যায়, তারপর ওই দ্বিতীয় ক্রেতাই ছবিটি ফের কিনে নিয়ে যান। কিন্তু ছবিটি যে অভিশপ্ত সেই কাহিনী লোকমুখে ছড়িয়ে পরে। বর্তমানে ওই ছবি কোথায় তা অনেকেরেই অজানা। কিন্তু ছবি ঘিরে তৈরি হওয়া রহস্য আজও অনেকেরই মনে রয়ে গিয়েছে।