পাক মুলুকে হিন্দুরা সংখ্যালঘু। পাকিস্তানী হিন্দুদের উপর নিপীড়নের খবরও প্রায়শই নজরে আসে। অথচ সে দেশের বিত্তবান মানুষের তালিকায় আছেন হিন্দু ধর্মাবলম্বীরাও। কারা রয়েছেন সেই তালিকায়? আসুন, শুনে নিই।
পাকিস্তানে হিন্দু নির্যাতনের ঘটনা কোনও নতুন খবর নয়। সংখ্যালঘু হিসেবে বরাবরই এই দেশের হিন্দুদের অবহেলার নজরে দেখা হয়। বিশেষত গোটা পাকিস্তান যখন চরম অর্থ সংকটে ভুগছে তখন সে দেশের হিন্দুদের অবস্থা আরও শোচনীয় হওয়ার কথা। অথচ বাস্তবে দেখা গিয়েছে একেবারে অন্যরকমের এক ছবি। যেখানে দেশের নাগরিকদের পর্যাপ্ত খাবারের সরবরাহ দিতেও ব্যর্থ হচ্ছে পাকিস্তানের সরকার, সেখানে সে-দেশের ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীও।
আরও শুনুন: ভিসার জন্য যৌনতার প্রস্তাব পাক দূতাবাসে, ভারতীয় অধ্যাপিকার অভিযোগে নড়েচড়ে বসল পাকিস্তান
শুনতে অবাক লাগলেও, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশ পাওয়া এক সমীক্ষা থেকে এমনই তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে, পাকিস্তানে থেকেও ঠিক কতটা বিত্তবান হয়ে উঠেছেন কয়েকজন হিন্দু। বলা বাহুল্য সে দেশের ধনীদের তালিকাতেও তাই নাম রয়েছে এঁদের। পাকিস্তানি ধনী হিন্দুদের তালিকায় প্রথমেই রয়েছেন দীপক পেরবানি। বছর পঞ্চাশের এই পাকিস্তানি হিন্দু পেশায় একজন ফ্যাসন ডিজাইনার। পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। জানা গিয়েছে, বর্তমানে তাঁর বার্ষিক আয় ৭১ কোটি টাকা। একইসঙ্গে রয়েছেন তাঁর পরিবারের আরেক সদস্য নবিন পিরবানি। নবিন একজন বিখ্যাত স্নুকার প্লেয়ার। ২০০৬ সালে দেশের হয়ে এশিয়ান গেমসের ময়দানে নেমেছিলেন তিনি। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৬০ কোটি টাকার বেশি। এরপরই বলতে হয় পাকিস্তানের এক হিন্দু অভিনেত্রীর কথা। সঙ্গীতা নামে এই অভিনেত্রী বেশ কয়েকটি সিনেমাও বানিয়েছেন। যদিও পাকিস্তানে তিনি পারভিন নামেই বেশি পরিচিত। তবে তাঁর আয়ও যে কোনও সাধারণ পাকিস্তানির তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে প্রায় ৩৯ কোটি টাকা রোজগার করেন এই মহিলা অভিনেত্রী-পরিচালক। তালিকায় এরপর রয়েছেন একজন রাজনীতিবিদ। ৪২ বছরের রীতা ঈশ্বর টানা দুবার পাকিস্তানের প্রশাসনিক পদ সামলেছেন। সমীক্ষা অনুযায়ী তিনিই পাকিস্তানের সবচেয়ে ধনী মহিলা রাজনীতিবিদ। তাঁরও বর্তমান আয় প্রায় ৩০ কোটি। বলা বাহুল্য এই তথ্য দেখে অবাক হয়েছেন অনেকেই। পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচারের কথাই প্রকাশ্যে উঠে আসে। তবে সমস্ত আগ্রাসনের বাইরে সে-দেশে হিন্দুদের যে অন্যরকম একটি ছবিও আছে, এই সমীক্ষা তাই-ই তুলে ধরেছে।