ভরা বর্ষায় বৃষ্টির দাপট বাড়লে ছাতায় অনেক সময়ই মাথা বাঁচে না। তার উপর আবার আছে এখানে ওখানে হারানোর ভয়। তাই বর্ষার জুটি মানেই ছাতার পাশে রেনকোট। ছাতা যদি তেন্ডুলকর হয়, রেনকোট কিন্তু অবশ্যই সহবাগ। তারও জনপ্রিয়তা বলুন কিংবা কার্যকারিতা, কোনোটাই কম নয়। তা এ জিনিসটি কোথা থেকে এসেছে জানেন? আসুন শুনে নিই।
একটা মাত্র পোশাক। গায়ে চাপিয়ে নিলেই হল। ব্যস, বর্ষাকালে নিশ্চিন্ত। এরপর বৃষ্টি মাথায় করে তরতরিয়ে হেঁটে যান, কি বাইক, স্কুটি চালান- আর ভেজার চান্সই নেই। এ যেন সেই, জলে নামব, জল ছেটাব তবু চুল ভেজাব না। হ্যাঁ, মেয়েদেরও যেমন বেণী তেমনই রবে, ভিজবে না; শুধু গায়ে একখানা রেনকোট চাপিয়ে নিলেই হল। তা অবশ্য আমরা প্রায়শ নিই। এমনকী ছোটরাও রেনকোট গায়ে দিতে মজাই পায়। কিন্তু যদি প্রশ্ন করা হয়, এই সাধের রেনকোট এল কোথা থেকে? না না, শুধু ছোটদের প্রশ্ন করার কথা বলছি না, আপনাদেরও জিজ্ঞেস করছি। উত্তরটা কি জানা আছে? না থাকলেও কিছু নয়, কেননা এখন আমরা শুনব রেনকোটেরই জন্মকথা।
আরও শুনুন: Egg mountain: কীভাবে ডিম পাড়ে পাহাড়? শুনুন সেই গল্প
আর তার জন্য আমরা মনে মনে পাড়ি জমাব আমাজন অভিযানে। আসলে অ্যামাজন জঙ্গলে প্রায় সারাবছরই বৃষ্টি। ইতিহাস বলে, বারশো খ্রিস্টাব্দ নাগাদ অ্যামাজনের রেড-ইন্ডিয়ানরা রাবার গাছ থেকে প্রথম বানিয়েছিল এক ধরণের পোশাক, যাতে জল ধরত না। অর্থাৎ, জল আটকে দিতে পারত এই পোশাক। প্রায় পাঁচশ বছর পর, সতেরশো সাল নাগাদ ইউরোপিয় ভূ-পর্যটকরা যান দক্ষিণ আমেরিকায়। সেখানের এক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেখানের অধিবাসীদের এই পোশাক দেখেন। সেই পোশাক দিব্যি জল আটকে রাখে। তাঁদের বেশ মনে ধরে জিনিসটা। তাঁরা সেই কথা আধুনিক বিশ্বে প্রচার করেন। এরপর কয়েকশ বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা ভাবে বদলাতে থাকে এই পোশাকের রূপ। মেটিরিয়াল বদলায়। বদলায় ধরন-ধারনও। ধীরে ধীরে রূপ নিতে থাকে আমাদের আজকের রেনকোট।
আরও শুনুন: Gin and tonic: ম্যালেরিয়ার ওষুধ থেকে তৈরি হল জনপ্রিয় ককটেল
বাণিজ্যিকভাবে প্রথম রেনকোট তৈরি করে একটি স্কটিশ কোম্পানি, নাম কেমিস্ট চার্লস ম্যাকিনটস। এই কোম্পানির মালিক চার্লস ম্যাকিনটস, ১৮২৪ সালে নিউ ট্যারপুলিন কাপড় দিয়ে তৈরি করেন রেনকোট। চার্লস চেয়েছিলেন এমন এক ধরনের কাপড় দিয়ে পোশাক বানাতে, জলে যা নষ্ট হবেনা। আবার পোশাকের মধ্যেও জল ঢুকবে না। কিন্তু সেই সময়, দর্জিদেরকে এই কাপড় কিনে পোশাক বানানোতে কিছুতেই রাজি করাতে পারেননি। চার্লস এই প্রত্যাখানে খুলেছিলেন নিজের সংস্থা। সেখানে তিনি রাবারকে সালফারের সঙ্গে মিশিয়ে অত্যন্ত তাপে জারিত করে কোটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তৈরি করলেন রেনকোট।
বাকি গল্প শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।