দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালন করা হয় ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এই সমাবেশে যোগ দিয়েছিলেন। তারপর থেকে প্রতি বছরই এই সমাবেশে আয়োজিত হয়। নারীর অধিকার প্রতিষ্ঠার এই লড়াই আজও চলছে। সারা বিশ্বে কাজের স্বীকৃতির ছাপ রাখলেও আজও তাঁরা ব্যাকফুটে, কমবেশি সমাজের প্রতিটা ক্ষেত্রেই। কর্মক্ষেত্রে বৈষম্য, শ্লীলতাহানি, ধর্ষণ আজও চলছে সমানতালে।
‘Women in leadership: Achieving an equal future in a COVID-19 world’। ২০২১-এর উওমেন’স ডে-এর এটাই মূলমন্ত্র। প্রতি বছর ৮ মার্চ এই দিনটি সারা বিশ্বে পালন করা হয়। ঘরে-বাইরে মহিলাদের কাজের স্বীকৃতি দেওয়া, কর্মক্ষেত্রে পুরুষ-মহিলাদের সমান অধিকারের দাবি এখনও সোচ্চার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানাভাবে উদ্যাপন করা হয় দিনটি। কোথাও নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়, কোথাও আবার সমাজের বিভিন্ন স্তরে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। কোথাও আবার সমর্থন করা হয় কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের দাবিকে।
লেখা: শ্যামশ্রী সাহা
পাঠ: সুশোভন প্রামাণিক
আবহ: শঙ্খ বিশ্বাস