শুভেচ্ছার কোনও সীমানা হয় না। হয় না কাঁটাতারও। ভারতের স্বাধীনতা দিবসের সকালে সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন পাকিস্তানের এই শিল্পী। তাঁর বাজনার তারে বেজে উঠল ভারতেরই জাতীয় সংগীত, ‘জনগণমন অধিনায়ক জয় হে’। আসুন, শুনে নেওয়া যাক।
“তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয়গাথা’… কথায় নয়, সুরে বোনা হচ্ছে এই গান। ভারতের জাতীয় সংগীত। স্বাধীনতার দিনে যে গানের তাৎপর্য আরও বেশি। আর সেই গানই তারযন্ত্রের মূর্ছনায় বাজিয়ে চলেছেন এক শিল্পী। দেশের পরিচয়ে যিনি ভারতের অধিবাসী নন, পাকিস্তানের বাসিন্দা। যেখানে বসে তিনি এই সুর বাজাচ্ছেন, সেই জায়গাও পাকিস্তানেরই অন্তর্গত। উদার আকাশ আর উন্মুক্ত প্রকৃতির মাঝে বসে পড়শি দেশের জাতীয় সংগীত বাজিয়ে সে দেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। গানের সঙ্গেই যেন প্রকৃতির ওই উদারতার বার্তাও মিলিয়ে দিলেন সিয়াল খান নামের ওই শিল্পী। গানের ভিডিয়োটি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভাগ করে নিয়েছেন তিনি। লিখলেন, ‘সীমান্ত পেরিয়ে আমার সমস্ত দর্শকের জন্য রইল এই উপহার।’ লেখা শেষে ভারত আর পাকিস্তানের পতাকা দুটি পাশাপাশি রাখা।
আরও শুনুন: কাঠগড়ায় দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব, বিপ্লবী প্রেমিকের জন্য দশ বছর অপেক্ষা করেছিলেন এই অগ্নিকন্যা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দির জেলার বাসিন্দা সিয়াল খান। পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সিয়াল রবাব নামের বাদ্যযন্ত্রটি বাজাতে বরাবরই পটু। উপরন্তু বিভিন্ন অঞ্চলের গানের প্রতি আগ্রহ রয়েছে তাঁর। আর সুর তো সীমানা মানে না। তাই সুরের পথ বেয়েই সেই দেশটিকে শুভেচ্ছা জানালেন সিয়াল, ৭৫ বছর আগে যে দেশ জুড়ে ছিল তাঁর নিজের দেশের সঙ্গেই। আসলে ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গেই যে দেশভাগের যন্ত্রণাও জুড়ে রয়েছে, সে কথা তো অস্বীকার করার উপায় নেই। ১৯৪৭ সালের ১৫ আগস্ট দীর্ঘদিনের পরাধীনতার অবসান ঘটিয়ে বিদেশি শত্রুকে দেশ থেকে দূর করা গিয়েছিল বটে, কিন্তু একইসঙ্গে দেশের মধ্যে দিয়ে চলে যাওয়া কাঁটাতারের বেড়া এতদিনের পাশাপাশি থাকা মানুষদের শত্রু করে তুলেছিল। সেই থেকেই ভারত আর পাকিস্তান একে অপরের প্রতি যুযুধান মনোভাব নিয়ে চলেছে। সেই দেশভাগের যন্ত্রণার উপরেই যেন সুরের মলম বুলিয়ে দিলেন পাকিস্তানের এই শিল্পী। দেশ মানে যে আসলে কোনও কাঁটাতার নয়, বরং এক লোকের পাশে অন্য লোকের বেঁধে বেঁধে থাকা দিয়েই যে একটি ভূখণ্ড দেশ হয়ে ওঠে, সে কথাই যেন ফের মনে করিয়ে দিলেন তিনি।
Here’s a gift for my viewers across the border. 🇵🇰🇮🇳 pic.twitter.com/apEcPN9EnN
— Siyal Khan (@siyaltunes) August 14, 2022