খোলামেলা পোশাকে প্রায়শই নিজেকে মেলে ধরেন এই তরুণী। সোশ্যাল মিডিয়াতে সেইসব ছবি দেখতে ভিড় জমান তাঁর অনুরাগীরাও। কিন্তু সেই খোলামেলা পোশাকের জেরেই এবার বিপাকে পড়লেন ওই তরুণী। প্লেনে চড়ার পথে বাধা হয়ে দাঁড়াল পোশাকই। আসুন, শুনে নেওয়া যাক।
বিমানে আসা যাওয়া মানেই একগুচ্ছ নিয়মের বেড়াজাল পেরোনো। বিমানবন্দরে নিরাপত্তার কারণে একাধিক নিয়মের কড়াকড়ি থাকে, সে কথা সকলেরই জানা। সেই কারণে প্রত্যেক যাত্রীর পোশাকও রীতিমতো তল্লাশি করে দেখা হয়। কিন্তু এখানে আপত্তি উঠেছে পোশাক নিয়েই। বলা ভাল, খোলামেলা পোশাক নিয়ে। পোশাকের জেরেই এবার বিপাকে পড়লেন এক তরুণী। বিমানবন্দরে যে পোশাক পরে গিয়েছিলেন, তা খুলে ফেলে অন্য পোশাক পরার নির্দেশ দেওয়া হল তাঁকে। কিন্তু কেন? কারণ, ওই পোশাক অশালীন, এমনটাই দাবি বিমানবন্দরের কর্মীদের।
আরও শুনুন: সঙ্গমে রোজ কন্ডোম ব্যবহার করেন! হতে পারে নানা সমস্যাও
বছর একুশের ওই তরুণীর নাম কিন চ্যান। পেশায় মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি একটি ইভেন্টে যোগ দেওয়ার জন্য দক্ষিণ ব্রাজিল থেকে প্লেন ধরতে যান তিনি। ওই তরুণীর বক্তব্য, দেরি হয়ে গিয়েছিল বলে ইভেন্টের উপযোগী পোশাকে সেজেই বিমানবন্দরে ছুটেছিলেন তিনি। কিন্তু সেই পোশাক খুব একটা পছন্দ করেননি বিমানবন্দরের কর্মীরা। তরুণীর পরনে ছিল কালো রঙের টু-পিস বিকিনি। পায়ে চপ্পল। মাথায় আবার ঝলমলে উইগ। আসলে একটি অ্যানিমেশন সিরিজের চরিত্র রেবেকার আদলে সেজেছিলেন ওই মডেল। কিন্তু সেসব কথায় কান দিতে নারাজ বিমানবন্দরের কর্মীরা। তাঁরা সাফ জানিয়ে দেন, এই পোশাকটি আদৌ প্লেনে চড়ার উপযোগী নয়। উলটে তা রীতিমতো অশালীন। সুতরাং এইভাবে প্লেনে উঠতে দেওয়া যাবে না তাঁকে।
আরও শুনুন: শুধু জি-স্পট নয়, যোনির গভীরে আছে তৃপ্তির আরও এক রহস্যবিন্দু, খোঁজ দিলেন তরুণী
ঘটনায় রীতিমতো বিরক্ত ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন তিনি। তবে নেটিজেনদের থেকেও বিশেষ সমর্থন মেলেনি। এর আগেও বিমানবন্দরে পোশাক বিভ্রাটের ঘটনা ঘটেছে বটে, তবে দূরপাল্লার যাত্রায় বিকিনি পরে চলাফেরা করা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন মডেলের অনুরাগীরাও।