অস্কারের মঞ্চে মেসি! তবে ইনি ফুটবলের রাজপুত্র নন। এমনকি কোনও মানুষও নয়। নেহাতই এক কুকুর। কিন্তু তাতে কি! চলতি বছরের অস্কারের মঞ্চে সব আলো কেড়েছে এই কুকুরই। ঠিক কেন অস্কারের অনুষ্ঠানে ছিল এই কুকুর? আসুন শুনে নেওয়া যাক।
সিনেমা জগতের সবথেকে ‘দামি’ পুরষ্কার। প্রতিবছর কোন সিনেমা অস্কার পাচ্ছে তা নিয়ে আলোচনা চলতেই থাকে। চলতি বছরেও ব্যতিক্রম হয়নি। তবে সেইসঙ্গে আলোচনায় উঠে এসেছে এক কুকুর। তার কারণ অবশ্য একটা নয়। বিভিন্ন কারণে নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে এই কুকুরকে নিয়ে।
আরও শুনুন: AI শিক্ষক ক্লাস তো নিলেন, তবে মাস্টারমশাই আপনি কি আর কিছুই দেখবেন না!
প্রথম কারণটা অবশ্যই তার নাম। চর্চায় থাকা এই কুকুরের নাম ‘মেসি’। শুনতে অবাক লাগলেও সত্যি। বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার মেসির নামেই ওই কুকুরের নাম। তাই নেটদুনিয়া সবার আগে সেই বিষয়টা নিয়ে জোর চর্চা শুরু করে। তবে এ কোনও নতুন ব্যাপার নয়। শখ করে কেউ এমন নাম রাখতেই পারে। তবে এক্ষেত্রে ‘মেসি’কে নিয়ে চর্চা হওয়ার অন্যতম কারণ তার আচরণ। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে একেবারে মানুষের মতো হাততালি দিচ্ছে ওই কুকুর। অস্কারের মতো মঞ্চে সকলেই নির্দিষ্ট শিষ্টাচার মেনে চলেন। পোশাকেও আভিজাত্যের ছাপ বজায় রাখেন প্রায় সকলেই। সেখানে কুকুর হলেও ব্যতিক্রম কিছু করেনি মেসি। তার সাদাকালো চেহারায় আভিজাত্যের ছাপ এনেছে ছোট্ট একটা বো। সবমিলিয়ে অস্কারের মতো মঞ্চে কোনওভাবেই তার উপস্থিতিতে যে বেমানান নয়, তা নিজেই বুঝিয়ে দিয়েছে মেসি। বিভিন্ন ভিডিওতেই দেখা গিয়েছে একেবারে শান্ত হয়ে নিজের জায়গায় বসে থেকেছে মেসি। ভিড়ের মধ্যে কোনোরূপ গণ্ডগোলও করেনি। তবু তাকে দেখে একবার হলেও ঘাড় ঘুরিয়েছেন তাবড় সব অভিনেতা অভিনেত্রীরা। ভিডিওতে ধরাও পড়েছে সেই ছবি। আর এইসব ভিডিও শেয়ার করেই নেটিজেনরা দাবি তোলেন অস্কার দেওয়া হোক মেসি’কেই।
আরও শুনুন: হাজার খুঁজলেও খোলা বাজারে মিলবে না, কোন সংস্থা বানায় ভোটের নীল কালি?
এখন প্রশ্ন হচ্ছে অস্কারের মতো মঞ্চে কী করছিল ওই কুকুর?
প্রথমেই অনেকেই ভেবেছিলেন, মেসি কোনও জনপ্রিয় অভিনেতার পোষ্য। কিন্তু সেটা একেবারেই না। বরং অন্যান্য অভিনেতাদের মতো সেও একজন স্টার হিসেবেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাধারণত অস্কারের মঞ্চে একাধিক ভাগে পুরুস্কার দেওয়া হয়। তার জন্য মনোনীত হয় গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা। পুরস্কার ঘোষণার দিন সেইসব সিনেমার কলাকুশলীদের আমন্ত্রণ জানানো হয়। এমনই এক সিনেমা, ‘অ্যানাটমি অফ আ ফল’-এর অন্যতম চরিত্র ছিল ‘মেসি’। যা অস্কারের মঞ্চে কয়েকটি বিভাগে পুরস্কৃত হয়েছে। আর সেই কারণেই অনুষ্ঠানে উপস্থিত ছিল মেসি নামে ওই কুকুর। অস্কারের অনুষ্ঠান চলাকালীনই মেসির ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে যায়। তারপর দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে আলোচনা চলতেই থাকে। সবমিলিয়ে চলতি বছরের অস্কারের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হয়ে থাকল এই মেসি।