অমরত্বের প্রত্যাশা না থাকলেও, মানুষ কিন্তু দীর্ঘায়ু কামনা করে। তা, মানুষের গড় আয়ু কত? নিশ্চয় ভেবে-চিন্তে বলবেন, বড়জোর সত্তর। কিন্তু জানেন কি ভারতের মানুষের গড় আয়ু কত? সম্প্রতি একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, চাইলে আগামীতে মানুষ বাঁচতে পারে, দেড়শ বছর? অবাক হচ্ছেন তো? আসুন, কেন এমন কথা বলা হচ্ছে, তা শুনে নিই।
পুরুষদের গড় আয়ু প্রায় উনসত্তর। মহিলাদের সামান্য বেশি, সত্তর দশমিক চার। অতীতের তুলনায় ভারতের মানুষের গড় আয়ু বেড়েছে অন্তত ১৯ বছরেরও বেশি। না না, এ কেবল মুখের কথা নয়। একেবারে ভারত সরকারের দেওয়া তথ্য।
আরও শুনুন: পেঁয়াজ কাটলে কেন চোখে আসে জল? আর তা আটকাবেন কী করে?
অন্য একটি সংস্থা সমীক্ষা করে জানিয়েছে, বিশ্বের মানুষের গড় আয়ু, ৭২.৬ বছর। জাপানের মানুষের গড় আয়ু সেখানে প্রায় চুরাশি বছর। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান অধিকার করা, একশ পেরনো মানুষটির বাসও জাপানে। তাঁর বয়স একশ আঠেরো বছর। মানুষটির নাম কানে তানাকা। এর নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কায়দায় জীবনধারণ। এখানের মানুষ, অত্যন্ত সুষম আহার করেন, ব্যায়াম করেন, পরিমিত জলপান করেন এবং ঘুমান। সবচেয়ে বড় কথা, তাঁরা রেড-মিট্ খান না বললেই চলে। ফলে সুস্বাস্থ্য ধরে রাখার ক্ষেত্রে এই অভ্যেসগুলি খুব সহায়ক হয়।
রাষ্ট্রনেতা ব্রেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বেঁচেছিলেন চুরাশি বছর। সেই সময় মানুষের গড় আয়ু ছিল মাত্র ৩৪। তাঁর সুস্বাস্থ্যের নেপথ্যে ছিল অ্যালকোহল বর্জন এবং খুব নিয়ম করে সাঁতার কাটা।
আরও শুনুন: Selfie তোলার রকম দেখেই বোঝা যাবে আপনার ধরনধারণ! কীভাবে?
এবার আসা যাক, মানুষের গড় আয়ু কেন বাড়বে, সেই কোথায়। পৃথিবীর জনসংখ্যা ক্রমশ যেভাবে বাড়ছে, ২০৫০-এর মধ্যে জনসংখ্যা বাড়বে অন্তত ৩.৭ মিলিয়ন। এর ফলে মানুষের ‘বায়োলজিক্যাল হার্ড লিমিট’, মানে রোগ সওয়ার ক্ষমতা, বা অন্যান্য নানা জিনিসকে আত্তীকরণের প্রবণতাও বাড়বে। ফলে মানুষের আয়ু পৌঁছবে একশ কুড়ি থেকে দেড়শর কাছাকাছি। এমনটাই মোট বিজ্ঞানীদের।
১৯৯৭ সালে এক আশ্চর্য মহিলার কথা আমরা জানি, তাঁর নাম জিন ক্ল্যামেন্ট। তিনি বেঁচেছিলেন, একশ বাইশ বছর। অনেকেই কারণ নিয়ে সন্দিহান ছিলেন, পরে জানা যায়, তিনি নাকি পোর্ট ওয়াইন এবং সপ্তাহে দু পাউন্ড চকলেট খেতেন।
গবেষকরা জানিয়েছেন, মানুষের শরীরে ‘সেলুলার ডিকে’ হবে, ফলে মানুষের বয়সের ভারে ক্লান্ত হওয়া বন্ধ হয়ে যাবে। ‘নেচার কমিউনিকেশন’ নামক জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে, মানুষের পক্ষে কোনওভাবেই ১২০-১৫০ বেশি বাঁচা সম্ভব নয়।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।