যৌনতায় অনেকেরই ভয় থাকে। তবে, ভয় পেলে কি যৌনতা বাড়তে পারে? কিংবা ভাটা-পোড়া যৌনসম্পর্কে কি জোয়ার আনতে পারে ভয়ের সিনেমা বা হরর ফিল্ম? মনে হতে পারে, বিষয়টি গোলমেলে। তবে, বিশেষজ্ঞরা যখন তা নিয়ে মাথা ঘামাচ্ছেন, তখন অকারণ মাথাব্যথার দরকার কী! আসুন, মোদ্দা কথাখানা শুনেই নেওয়া যাক।
হরর ফিল্ম কাউকে করে তুলতে পারে হর্নি! অবাক হওয়া মতোই একখানা কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। যৌনতা ও সম্পর্ক নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা এই সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখেন নিয়মিত। কোন খাবার-দাবারে যৌন ইচ্ছা বাড়তে পারে, বা কোন কথা শুনলে সঙ্গীর যৌনতৃষ্ণা প্রবল হয়, ইত্যাদি বিষয়ের হাল-হকিকত ধরিয়ে দেন তাঁরা। ঠিক সেভাবেই তাঁরা বলছেন, ভয়ের অনুভূতি, যা কিনা হরর ফিল্ম দেখলে জাগতে পারে, তা আবার ঘুরিয়ে বাড়িয়ে দেয় যৌনতার ইচ্ছাও।
আরও শুনুন: রাতভর মিলনেও তৃপ্তি অধরা! বিছানায় কোন শব্দ শুনলেই উত্তেজিত হবেন সঙ্গী?
তবে, এরকম কথা তো বললেই হল না। সাধারণ মানুষ কি তাতে বিশ্বাস করেন? হরর ফিল্ম দেখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। কিন্তু তা যে যৌনতার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে, এ ব্যাপারে সকলের মতামত কীরকম? হাজার দুয়েক মানুষের মধ্যে এই প্রশ্নে একটা সমীক্ষাও চালানো হয়েছিল। সেখানে ৭১ শতাংশ মানুষ স্বীকার করে নিয়েছেন যে, ব্যাপারটা সত্যি। সত্যিই, হরর ফিল্ম দেখলে যৌন ইচ্ছে জেগে ওঠে। এদের মধ্যে আবার ৪৫ শতাংশ বলছেন, সে ইচ্ছে এতটাই প্রবল যে, সিনেমা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষাও করা যায় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, কথাটা নেহাত কথার কথা নয়। মানুষের অভিজ্ঞতা জানান দিচ্ছে যে, বিষয়টি কালটিভেট করে দেখার মতোই।
আরও শুনুন: কোন দিনে কোন সময়ে সঙ্গিনী চান সঙ্গম? তুঙ্গ ইচ্ছার কারণও চমকপ্রদ
অতএব বিশেষজ্ঞরা, এই ধারণাটি নিয়ে আরও একটু খতিয়ে তলিয়ে দেখেছেন। তাঁদের মতে, ব্যাপারটা নেহাত মানুষের অভ্যাস নয়। এর নেপথ্যে বিজ্ঞানভিত্তিক কারণও আছে। উদ্বেগ বা ভয়ের অনুভূতি প্রতিদিনের অভিজ্ঞতা। মানুষ তার সঙ্গে মোকাবিলাও করে। কিন্তু সেই অনুভূতিকেই যখন একটু অন্য ভাবে দেখা হয়, দেখা যায় যে, তা আমাদের শরীরের ক্ষেত্রে বিশেষ কয়েকটি পরিবর্তন আনে। হরর ফিল্মও তাই দরশকের শরীরে একই রকমের প্রতিক্রিয়ার জন্ম দেয়। যার প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে। যার জেরে এন্ডোরফিন এবং ডোপামিনের ক্ষরণ বাড়ে। যা যৌন ইচ্ছা বা আনন্দ বাড়াতে সাহায্য করে। অর্থাৎ ভয় পাওয়া যেমন এক ধরনের অনুভূতি, তা একই সঙ্গে অন্য অনুভূতিও জাগিয়ে তুলতে পারে। যার মধ্যে আছে যৌন ইচ্ছাও।
আরও শুনুন: বিয়ের পরেও নিয়মিত পর্ন দেখার অভ্যাস! কী প্রভাব পড়তে পারে সঙ্গীর উপর?
সব মিলিয়ে যা বোঝা গেল, হরর ফিল্ম নেহাত ভয়ের সিনেমা নয়। তা যৌনতার ক্ষেত্রে কার্যকরী অনুঘটকও বটে। আর তাই যৌনতায় ভাটা পড়লে ভয়ের সিনেমার দ্বারস্থ হওয়াই যায়, বাকিটা অবশ্যই ব্যক্তিগত।