এ যেন এক অন্য কেরালা স্টোরি। হিংসা নয়, একে অপরকে ভালোবাসার বার্তা দিচ্ছে এই ঘটনা। আর সেই ভালোবাসা ছড়ানোর কাজে, প্রধান হাতিয়ার হয়ে উঠেছে স্রেফ একটি চুম্বন। যদিও সেই চুম্বনে কোনও শরীর প্রেম নেই, আছে শুধু মায়াভরা স্নেহ। কী ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
ধর্মীয় মিছিলে দুষ্কৃতীদের হামলা। সেই থেকে অশান্তি। খবরের কাগজে এমন শিরোনাম হামেশাই দেখা যায়। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। বরং ধর্মীয় মিছিলে অংশ নেওয়া খুদের গালে স্নেহের চুম্বন এঁকে দিয়েছেন ভিন ধর্মের এক মহিলা। আর সেই ঘটনাই যেন হয়ে উঠেছে সম্প্রীতির হাতিয়ার।
আরও শুনুন: ক্রেতাকে ফেরত দেননি ৩ টাকা, বদলে ২৫ হাজার জরিমানা গুনতে হল দোকানিকে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। যেখানে ধরা পড়েছে এক ধর্মীয় মিছিলের ছবি। ভিডিওর শুরুতেই দেখা যাবে রাস্তা দিয়ে এগিয়ে আসছে সেই ধর্মীয় শোভাযাত্রা। সেখানে যাঁরা অংশ নিয়েছেন তাঁদের বেশিরভাগই মুসলিম। তাঁদের বেশভূষা অন্তত তেমনটাই বলছে। যদিও সেকথার মান্যতা দেয় ভাইরাল ভিডিওটির ক্যাপশনও। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, এই মিছিল বিশেষ কোনও মুসলিম পরবের। মিছিলের সামনের দিকে রয়েছে খুদেরা। মার্চ করে এগিয়ে আসছে তারা। আর তাদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও এক খুদেই। তার পোশাক কিছুটা আলাদা। হাতে আবার একটা পতাকাও রয়েছে। মিছিল থেকে চোখ সরিয়ে রাস্তার অন্যদিকে তাকালেই দেখা যাবে এক মহিলাকে। প্রবল উৎসাহে সেই মিছিলের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। হঠাৎ সেই মিছিল থামলে দেখা যাবে, মহিলা ব্যস্ত হয়ে এগিয়ে এলেন মিছিলের দিকে। তাঁর হাতে রয়েছে একটা ব্যাগ। তারপর তিনি এগিয়ে গেলেন মিছিলের সামনের সারিতে থাকা সেই খুদের দিকে। ব্যাগ থেকে বার করলেন একটা টাকার মালা। সেই মালা পরিয়ে দিলেন খুদের গলায়। এখানেই শেষ নয়। খুদের গালে স্নেহের চুম্বনও এঁকে দিলেন তিনি। এই ঘটনায় তিনি যে বেজায় খুশি হয়েছেন, তা তাঁর মুখে দেখলেই স্পষ্ট বোঝা যায়। অন্যদিকে এই ভিডিও দেখেই আবেগে ভেসেছে নেটদুনিয়া।
আরও শুনুন: ইয়ারফোন থেকে চুম্বক, সবই খান! শেষমেশ কী অবস্থা হল ব্যক্তির?
আসলে এই ভিডিও ঘিরে এত মাতামাতির কারণ ওই মহিলা। তিনি যে ধর্মপরিচয়ে একজন হিন্দু। তাই তাঁর এহেন আচরণে রীতিমতো অবাক হয়েছেন নেটদুনিয়ার বাসিন্দারা। যদিও মহিলার সমালোচনা কেউ করেননি। প্রায় সকলেরই কাছেই এই ঘটনা সম্প্রতির অন্যন্য নজির হিসেবে ধরা দিয়েছে। তবে সব কিছুই যাঁকে কেন্দ্র করে, সেই শিনা কারুভানতোডি (Sheena Karuvanthody) এর মধ্যে কোনও মহত্ত্ব খুঁজে পাননি। তাঁর কাছে এই ঘটনা একেবারেইই স্বাভাবিক। আসলে কেরালর ওই অঞ্চলে প্রতি বছর মুসলিমদের এই বিশেষ পরব উপলক্ষে একাধিক শোভাযাত্রা বেরোয়। ছোট থেকেই সেসব আগ্রহ নিয়ে দেখতেন শিনা। বয়স বাড়লেও সেই অভ্যাসে বদল হয়নি এতটুকু। এখনও ধর্মীয় শোভাযত্রা দেখলে মন আনন্দে ভরে ওঠে তাঁর। আর এই ঘটনা ছিল সেই আনন্দের বহিঃপ্রকাশ মাত্র। তবে নেটদুনিয়ার অনেকেই এই ঘটনায় বেশ উচ্ছ্বসিত হয়েছেন তা বলাই বাহুল্য।
A great Kerala Story from Malappuram.A #Hindu woman kisses a #Muslim boy wearing a currency garland during the Meelad Sharif (#ProphetMuhammad #ProphetMuhammadﷺ‘s holy birthday) rally.See our supermarkets of love.@anilkantony @RealArnab_ @navikakumar @sudhirchaudhary pic.twitter.com/Htqgy3tvoP
— Ismail Narikkodan (@Narikkod1Ismail) September 28, 2023