ভিনধর্মের দুজন মানুষের মধ্যে সম্পর্ক নৈব নৈব চ। এমনই এক মত সম্প্রতি ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশজুড়ে। শুধু দেশ কেন, গোটা বিশ্বেই বারে বারে বিতর্ক উসকে উঠছে ধর্মের হাত ধরেই। সেখানেই ব্যতিক্রমের স্বাক্ষর রাখলেন এই যুগল। তাঁদের দুজনের ধর্ম আলাদা, আর সেই দুই ধর্মের রীতিকেই বিয়েতে সমান মান্যতা দিলেন তাঁরা। আর এইভাবেই সম্প্রীতির এক অভিনব নজির গড়েছেন এই যুগল। আসুন, শুনে নেওয়া যাক।
ইদানীং কালে ধর্ম শব্দটি ক্রমশ স্পর্শকাতর হয়ে উঠছে। ধর্মকে কেন্দ্র করে শুধু এ দেশ নয়, গোটা বিশ্বেই বারবার মাথাচাড়া দিয়ে উঠছে অসহিষ্ণুতা। অথচ ধর্মের আসল অর্থ তো ধারণ করা। সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন এই ব্যতিক্রমী যুগল। তাঁদের একজন ধর্মে হিন্দু, অন্যজন মুসলিম। কিন্তু ধর্মের পার্থক্য তাঁদের মনে বিভেদের গণ্ডি টানতে পারেনি। আর বিয়ের অনুষ্ঠানেও সেই সম্প্রীতির সুরটিকেই জিইয়ে রাখলেন তাঁরা। সমান মান্যতা দিলেন দুই ধর্মের রীতিকেই। আবার দুটি ধর্মীয় রীতিতেই কী কী মিল আছে, তা খুঁজে এনে তাদের বেঁধে দিলেন এক সুতোয়। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে সম্প্রীতির এক অভিনব নজির হয়ে রইল এই ঘটনাটি।
আরও শুনুন: নারী-পুরুষ সকলেই পাবেন পেনশন, শুধু বিয়ে না করলেই হল! কোন রাজ্যে চালু অভিনব প্রকল্প?
আসলে ২০১৭ সাল থেকেই মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল দুজনের। পাত্র জন্মসূত্রে হিন্দু, নাম নীল ভাট। এদিকে কনে মুসলিম, নাম মেহের মুমতাজ। কর্মসূত্রে বিদেশে থাকেন দুজনেই। সেখানেই দুজনের পরিচয়, আর ক্রমশ তা গড়িয়েছে বিয়ের পথে। আর এইবার গাঁটছড়া বেঁধেই ফেললেন ভিনধর্মের এই দুজন তরুণ তরুণী। কিন্তু সেই বিয়েতে কোনও একজনের ধর্মকে নাকচ করে আরেকটি ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এমনটা চাননি তাঁরা। তাই বিয়েতে গায়ে হলুদ থেকে নিকা, কোনও রেওয়াজই বাদ পড়েনি। তবে নীল ও মেহের দুজনেই খতিয়ে দেখেছিলেন, দুই ধর্মের রীতিরেওয়াজের নাম আলাদা হলেও তাদের কোনও কোনোটির মধ্যে বেশ মিল রয়েছে। যেমন হিন্দু ধর্মে যা কন্যাবিদায়, মুসলিমরা তাকেই বলেন রুখসাতি। এমন সব রীতিগুলিকে একসঙ্গে মিলিয়ে নিয়েছেন তাঁরা। একই ফুল আর একই গানের সুরেই দুটি রীতির মধ্যে সূত্র স্থাপন করেছেন এই যুগল। প্রতিটি অনুষ্ঠানের আগে প্রার্থনা করেছেন দুজনের বাবা। একদিকে পাত্রীর বাবা তাঁদের ধর্মগ্রন্থ কোরান থেকে কোনও আশীর্বাণী পাঠ করেছেন, অন্যদিকে নিজেদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করেছেন পাত্রের বাবা। সব মিলিয়ে দুই ধর্মকেই সমানভাবে সম্মান দিয়েছে এই অনুষ্ঠান।
আরও শুনুন: ১০০-র মধ্যে ১ জন ভারতীয় সিদ্ধান্ত নেন বিবাহবিচ্ছেদের, জানাচ্ছে সমীক্ষা
সম্প্রতি দুই ভিনধর্মের মানুষের মধ্যে কোনোরকম সম্পর্ককেই নাকচ করতে চাইছে হিন্দুত্ববাদীরা। আবার নানারকম অন্ধত্ব ও গোঁড়ামির প্রেক্ষিতে পিছিয়ে নেই কট্টর মুসলিমরাও। শুধু এ দেশেই নয়, সারা বিশ্বেই তাই ধর্ম বিষয়টি বিভেদ ডেকে আনছে বারবার। সেই প্রেক্ষিতেই এক আশ্চর্য মিলনের গল্প শোনালেন মেহের এবং নীল।