কোথাও গরুড়ের পিঠে চেপেছেন বীণা হাতে নারদ, তো কোথাও আবার যুদ্ধং দেহি মূর্তিতে খোদ লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, এমন ছবিই দেখা যাবে এই বিশেষ জিমে। শরীরচর্চার সঙ্গে এভাবেই হিন্দুধর্মকে জুড়ে দেওয়া হয়েছে সেখানে। কোথায় রয়েছে এই জিম? আসুন, শুনে নেওয়া যাক।
দেশে বিদেশে সব জায়গাতেই ইদানীং কালে একাধিক থিম পার্ক চোখে পড়ে। কিন্তু এহেন থিম নিয়েও যে পার্ক বানানো যেতে পারে, এমনটা বোধ হয় আর কেউ ভাবেননি। গোয়ার এই বিশেষ থিম পার্কটি ‘অবতার পার্ক’ নামেই পরিচিত। কারণ এই পার্কটির থিম অন্য কিছু নয়, একেবারে হিন্দু ধর্ম। আর সেই থিম অনুযায়ীই সাজিয়ে তোলা হয়েছে এই পার্কটির আউটডোর জিম। যেখানে হাজির দশানন রাবণ থেকে উড়ন্ত গরুড়, বিষ্ণুভক্ত নারদ, এমন সকলেই।
কিন্তু কেন এমন অভিনব উদ্যোগ নিয়েছেন উদ্যান কর্তৃপক্ষ?
আরও শুনুন: ‘সমাজ সংস্কারের সুযোগ পেলে বিধবা বিবাহ আইন চালু করতাম’, খুদের উত্তরে প্রশংসা নেটিজেনদের
জানা গিয়েছে, এই সমস্ত পরিকল্পনাটির ভাবনা এবং তাকে রূপ দেওয়ার নেপথ্যে রয়েছেন এক শিল্পী। দীপ্তেজ ভার্নাকার নামের ওই শিল্পী নিজের কল্পনা অনুযায়ীই গড়ে তুলেছেন এই পার্কটি। আর সেখানেই রয়েছে একটি আউটডোর জিম, যাতে প্রকৃতির মধ্যে খোলামেলা পরিবেশেই শরীরচর্চা করতে পারেন জিমের সদস্যরা। কিন্তু শুধু এইটুকুতেই থেমে যেতে চাননি ওই শিল্পী। শারীরিক কসরতের সময়টুকুতে কীভাবে আনন্দ দেওয়া যেতে পারে মানুষকে, সে কথাও ভাবছিলেন তিনি। আর সেই কারণেই এই অভিনব পদ্ধতিতে তিনি জিমটিকে সাজিয়ে ফেলেন। এখানে জিমের প্রতিটি যন্ত্রপাতির সঙ্গেই লাগানো রয়েছে কোনও না কোনও পৌরাণিক চরিত্রের অবয়ব। কোথাও দেখা যাচ্ছে গণেশকে, তো কোথাও আবার গরুড়ের পিঠে চেপে বসেছেন নারদ মুনি। কোনও যন্ত্রের সামনে রণং দেহি মূর্তিতে রাবণ, কোনও যন্ত্রের মাথার উপরে আবার হাঁ-মুখ করা কুম্ভকর্ণ। এমনি সব পৌরাণিক চরিত্রের সমাহারেই সাজানো হয়েছে জিমটিকে।
আরও শুনুন: ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে উত্থান মা কালীর! ভিনদেশির ‘বিকৃত’ ভাবনায় চটে লাল ভারতীয়রা
গোয়ার এক ছোট্ট গ্রামেই শৈশব কাটিয়েছেন এই শিল্পী। তিনি জানিয়েছেন, সেখানে ট্যাবলো দেখা যেত মাঝে মাঝেই। আর তাতে নানারকমের শিল্পদ্রব্য বা পুতুল থাকত, যেগুলি নড়াচড়া করত। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এহেন পরিকল্পনা করেছিলেন তিনি, জানিয়েছেন ওই শিল্পী। আর সেই পরিকল্পনাই পরবর্তী কালে মন জয় করে নিয়েছে সকলের।