নানারকম ঝুটঝামেলা থেকে মুক্তি পেতে সরকারি দপ্তরের দ্বারস্থ হন সাধারণ মানুষ। কিন্তু বিয়ে হচ্ছে না, তাই পাত্রী খোঁজার আবদার নিয়ে কেউ সরকারি দপ্তরে চিঠি লিখছেন, এমনতা ভাবা যায়! ভাবছেন তো, এমনটা আবার কেউ করে নাকি? ঠিক সেই কাজ করেই হইচই ফেলে দিয়েছেন এক যুবক। আসুন শুনে নিই তাঁর কীর্তিকলাপের কথা।
সরকারি দপ্তর মানেই হাজার ফাইল। টেবিলের পাশে জমা হওয়া চিঠির পাহাড়। সাধারণ মানুষের কত না দৈনন্দিন অভিযোগ জমা পড়ে সেইসব চিঠিতে। আবেদনপত্র দেখে সমস্যার সমাধান করেন অফিসাররা। ঠিক সেভাবেই একটি চিঠি খুলেছিলেন জনৈক সরকারি অফিসার। আর চিঠিতে যা পড়লেন, তাতে তাজ্জব হতে হল তাঁকে। সমস্যা বলে সমস্যা! বিয়ের জন্য পাত্রী পাচ্ছেন না। আর তাই পাত্রী খুঁজে দেওয়ার আরজি জানিয়েই চিঠি লিখেছেন এক যুবক।
আরও শুনুন: ২৮৮ জনের মৃত্যুও মুছতে পারল না সাম্প্রদায়িক বিদ্বেষ, কোন পথে হাঁটছে দেশ?
ঘটনা রাজস্থানের এক যুবকের। সে-রাজ্যের সরকারি দপ্তরে পৌঁছানো একটি চিঠি এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। চিঠির উপর স্পষ্ট করে লেখা ছিল, খুব জরুরি। আর তাই বেশি গুরুত্ব দিয়েই তড়িঘড়ি চিঠি খোলা হয়েছিল। তারপরই দেখা গেল, তা যেন পাত্রী চাই-এর অভিনব বিজ্ঞাপন। কেননা শুধু পাত্রী খোঁজার আবেদন জানিয়েই ক্ষান্ত হননি যুবক, একেবারে দাবিদাওয়া পর্যন্ত স্পষ্ট করে লিখে দিয়েছেন। কী কী চাই তাঁর? পাত্রীকে হতে হবে গৌরবর্ণা। চেহারা ছিপছিপে হতে হবে, বয়স হবে ৩০ থেকে চল্লিশ বছরের মধ্যে। আর বাড়ির সব কাজকর্ম জানা চাই-ই চাই। ঠিক এই ধরনের চাহিদার কথাই তো লেখা থাকে সংবাদপত্রের ‘পাত্রী চাই’-এর বিজ্ঞাপনে। কিন্তু একইরকম চাহিদা জানিয়ে যে কেউ সরকারি দপ্তরে চিঠি লিখতে পারেন, তা যেন কল্পনারও অতীত।
আরও শুনুন: কোনও কাজ ছোট নয়, কল সারাই করেই বছরে ২ কোটি রোজগার করে নজির যুবকের
চিঠিটি প্রকাশ্যে আসা মাত্র ভাইরাল হয়েছে। তা নিয়ে দেদার মজা-মশকরাও হচ্ছে। তবে এর ফাঁকেই কি ‘পাত্রী চাই’ বিজ্ঞাপনের কাজ সেরে নিলেন যুবক! একটা বিজ্ঞাপন দিলেন যা খরচ হত, আর যত লোকের কাছে পৌঁছাত তাঁর আরজি, নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার দরুন তার থেকে বহু গুণ বেশি মানুষের কাছে পৌঁছেছে তাঁর আবেদন। চিঠির আড়ালে এ কি তবে ছিল যুবকের কৌশলী বিজ্ঞাপন! নাকি নিছকই মজা! চিঠির সঙ্গে এখন নেটদুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে সে-সব প্রশ্নও।
तहसीलदार को पत्र 🫴🤣
घरवाली उपलब्ध करवाएं
1. पतली होनी चाहिए
2.गोरी होनी चाहिए
3. 30 से 40 वर्ष के बीच उम्र
4. सभी कार्य में अग्रणी हो pic.twitter.com/C6g63GNB9t— Raja Babu (@GaurangBhardwa1) June 5, 2023