রাস্তায় কেউ নগ্ন হয়ে ঘুরছেন। এমন দৃশ্য দেখতে কার ভালো লাগে বলুন? বিশ্বের অধিকাংশ দেশেই এই কাজ রীতিমতো বেআইনি। কিন্তু নিজের ঘরে মধ্যে কেউ যদি নগ্ন অবস্থায় থাকেন। তাহলে নিশ্চয়ই অপরাধের কিছু নেই! অথচ সেই অপরাধেই অভিযুক্ত হয়েছেন এক ব্যক্তি। এমন অভিযোগ কে করল তাঁর বিরুদ্ধে? কেনই বা করল? আসুন শুনে নিই।
রাস্তাঘাটে নয়, নিজের বাড়িতেই নগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। আর তাতেই নাকি ‘ঘোরতর অপরাধ’ করে ফেলেছেন তিনি। অন্তত এক মহিলা তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন। নগ্ন অবস্থায় তাঁর গোপনাঙ্গ দেখে নাকি ভারী লজ্জায় পড়ে গিয়েছিলেন মহিলা। তাই সরাসরি পুলিশে খবর দেন তিনি।
আরও শুনুন: নেকলেসের উপরে স্টেথোস্কোপ, কনের সাজেই পরীক্ষা দিতে হাজির তরুণী
বাইরে যাওয়ার সময় অনেকেই বেশ ধোপদুরস্ত হয়ে বেড়ান। গরমকালে শরীর ঢাকার পরিমাণ কিছুটা কম হলেও, একেবারে নগ্ন হয়ে রাস্তাঘাটে কোনও সুস্থ মানুষ ঘোরেন না। কখনও কোনও বিশেষ প্রতিবাদের স্বার্থে এমনটা করা হলেও, সাধারণ অবস্থায় কেউ রাস্তায় নগ্ন হয়ে ঘুরছেন, এমনটা কল্পনাতেও আসে না কারওর। কিন্তু বাড়িতে? সেখানে তো কোনও লোকলজ্জার ভয় নেই। তাই নিজের মতো থাকতে কোনও বাধা নেই। ফ্লোরিডা নিবাসী এই ব্যক্তিও তেমনটাই ছিলেন। তবে অপ্রয়োজনে তিনি নগ্ন হননি। স্নান করার জন্যই পোশাক খুলেছিলেন তিনি। কিন্তু সেই সময় যে তাঁর ঘরের দরজাটি খোলা আছে, সে কথায় বেমালুম ভুলে যান তিনি। আর এতেই সমস্যার শুরু। শাওয়ারের নীচে দাঁড়াতেই তাঁর মনে পড়ে ঘরের দরজা খোলা। সঙ্গে সঙ্গে নগ্ন অবস্থাতেই দরজা বন্ধ করতে ছোটেন তিনি। কিন্তু দরজা বন্ধ করতে গিয়ে দেখেন দূর থেকে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন এক মহিলা। সেই মহিলা ঠিক কে, তা বোঝার জন্য বেশ কিছুক্ষণ ওই ভাবেই সেখানে দাঁড়িয়ে থাকেন তিনি।
আরও শুনুন: দ্রৌপদীর হাতেই নাকি তৈরি, ফুচকার দৌলতে এবার বিশ্বসেরার খেতাব জয় কলকাতার
উল্টোদিকে যে মহিলা এতক্ষণ তাঁর ঘরের দিকে তাকিয়ে ছিলেন, তিনিও কার্যত বুঝতেই পারেননি ঘরের ভিতর থেকে কেউ ওই ভাবে ছুটে আসবে। আসলে ওই মহিলাও দরজা খোলা আছে দেখেই ওই বাড়িটির দিকে তাকিয়ে ছিলেন। এদিকে, দরজা বন্ধ করতেই নগ্ন হয়ে সেখানে এসেছিলেন ওই ব্যক্তি। প্রথমে দুজনেই ব্যাপারটা কিছু বুঝতে পারেননি। কিন্তু যখনই মহিলা বুঝতে পারেন যে তাঁর সামনে একজন নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, তখনই ভারী লজ্জায় পড়ে যান। একইসঙ্গে ওই ব্যক্তি যে ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল তা দেখে যথেষ্ট অস্বস্তিকর মনে হয় মহিলার। তাই তখনই পুলিশে ফোন করেন তিনি। সবিস্তারে সবটা জানিয়ে ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। তবে ঘটনাস্থলে পৌঁছে ভারী ধন্ধে পড়ে যায় পুলিশ। দেশের আইন অনুযায়ী প্রকাশ্যে নগ্ন হয়ে ঘোরা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এই ব্যক্তি তো নিজের ঘরেই নগ্ন হয়ে ছিলেন। তাই তাঁকে ঠিক অপরাধী বলা যায় কি না তা ঠিক করে উঠতে পারেনি পুলিশও। একইসঙ্গে নিজের অবস্থার কথা পরিষ্কার ভাবে পুলিশকে জানান ওই ব্যক্তিও। যা জানার পর তাঁকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করা আরও কঠিন হয়ে যায় পুলিশের কাছেও।