কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এক্ষেত্রেও ঘটেছে ঠিক তেমনটাই। মিথ্যে বলে অফিস থেকে খেলা দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক মহিলা ফ্যান। ঠিক কী ঘটেছে? আসুন শুনে নেওয়া যাক।
পছন্দের দল মাঠে নামবে। সামনে থেকে না দেখলে চলে! তার জন্য অফিসে মিথ্যে বলতেও আপত্তি নেই। মুশকিল একটাই, ধরা পড়লে কী বলবেন? কিন্তু এত ভাবলে তো যাওয়াই হবে না। তাই সাতপাঁচ না ভেবেই মাঠে ছুটেছিলেন এই মহিলা। ম্যাচ চলাকালীন কোনও সমস্যাও হয়নি। চুটিয়ে আনন্দ করে ম্যাচ দেখেছেন। গোল বাধে বাড়ি ফিরে। দেখেন, বস মেসেজ করে জানতে চাইছে মহিলা কোন দলের সমর্থক?
আরও শুনুন: মশকরা হয়েছিল ধোনিকে নিয়ে, সেই তামাশাকেই ব্র্যান্ডে বদলে দিলেন ক্যাপ্টেন কুল
প্রথমে এমন মেসেজ দেখে বেজায় ঘাবড়ে যান মহিলা। কারণ অফিসে তিনি বলে এসেছেন, বাড়িতে ভীষণ বিপদ। এক্ষুনি না গেলে সমস্যা হয়ে যাবে। একথা শুনে বসও আপত্তি জানাননি। কিন্তু আসলে কিছুই বিপদ যে ঘটেনি তা মহিলা বেমালুম লুকিয়ে যান। ভেবেছিলেন এই অজুহাতে অফিস থেকে বেরিয়ে খেলা দেখবেন। বাস্তবে করেওছেন সেটাই। কিন্তু বাড়ি ফিরে বসের মেসেজ দেখে বেশ অপ্রস্তুতে পড়ে যান। হঠাত কেন এমন প্রশ্ন করেছেন বস, সে কথা কিছুতেই বুঝে উঠতে পারেননি। শুধু তাই নয়, সেদিন যে দলের সমর্থনে তিনি মাঠে গিয়েছিলেন, সে দলের সমর্থনের কথাই বস জানতে চেয়েছিলেন। অল্প কথায় মহিলা পালটা প্রশ্ন করেন, কেন একথা জানতে চাইছেন তাঁর বস! তারপরই গোটা বিষয়টা তাঁর কাছে পরিষ্কার হয়। আসলে খেলা চলাকালীন তাঁকে বেশ কয়েকবার টিভিতে দেখা গিয়েছ একথা মহিলা জানতেন না। তেমনই কোনও মুহূর্ত চোখে পড়ে তাঁর বসের। সেখান থেকে তিনি বুঝে যান মহিলা আসলে মিথ্যা বলছেন। যদিও এই নিয়ে কোনও শাস্তির মুখে পড়তে হয়নি বলেই জানিয়েছেন মহিলা। ঘটনার কথা নেটদুনিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। সেখানে ম্যাচের টুকরো টুকরো ভিডিও করে নিজের অভিজ্ঞতার কথা জুড়েছেন মহিলা।
আরও শুনুন: ‘বন্ধু কী খবর বল’… হঠাৎ মাঠে দেখা শচীন-সৌরভের, রিইউনিয়নের ছবিতে বুঁদ ক্রীড়াপ্রেমীরা
ঘটনাটি বিরাটের আরসিবি বনাম লখনউ-এর ম্যাচে। মহিলা কোহলি ভক্ত। তাই মিথ্যে বলেই ছুটেছিলেন ম্যাচ দেখতে। যদিও ম্যাচে হারের মুখে দেখতে হয়েছে বিরাটদের। তাই নিয়ে খানিক মন খারাপই ছিল মহিলার। তার ওপর অফিসে এভাবে ধরা পড়ে যাওয়ায়, বেশ ঘাবড়ে যান তিনি। তবে অফিসের বস মহিলার সঙ্গে হালকা মেজাজেই কথা বলেন। তাঁদের কথোপকথনের ছবিও মহিলা ভিডিওর সঙ্গেই জুড়ে দেন। সেখানে নানা প্রতিক্রিয়া করেছেন নেটিজেনরা। অনেকেই তাঁর এই অজুহাত দেখিয়ে খেলা দেখতে যাওয়ার উন্মাদনাকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, খোদ অফিসের বসও টিভিতে খেলাই দেখছিলেন! তাই তিনি কিছু বলেননি। সব মিলিয়ে ঘটনা নিয়ে বেশ চর্চা চলছে নেটদুনিয়ায়। আর সকলের মুখেই আইপিএল জ্বরের প্রসঙ্গ ফিরছে এই ঘটনার মাধ্যমে।
View this post on Instagram