প্রথম ডেট-এ যাচ্ছেন। খুব নার্ভাস, বুঝতে পারছেন না কী বলবেন, কী করবেন। শুনুন, কী টিপস আছে আপনার জন্য।
প্রথম ডেট-এ যাচ্ছেন। খুব নার্ভাস, বুঝতে পারছেন না কী বলবেন, কী করবেন। টেনশনে ঘুম হচ্ছে না, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। শুনুন, কী টিপস আছে আপনার জন্য।
এমনটা তো হতেই পারে। অনেকদিন থেকে যাকে ভাললাগে, যাকে নিজের করে পেতে চাইছিলেন, কিন্তু কিছুতেই বলতে পারছেন না মনের কথা। বা মনের কথা জানানোর পর একান্তে কথা বলার সুযোগ হচ্ছিল না। আজ সেই দিন। এতদিন হয়তো কলেজে বা আড্ডায় দেখা হয়েছে অনেকবার। কথাও হয়েছে অনেক, কিন্তু মনের কথা বলার সুযোগ হয়নি। আজ সেই দিনটা এসেছে, ভাললাগা আর ভালবাসার সীমারেখা পার করার এই সুযোগ তো আর বারবার আসে না। এই দিনটা কয়েকটা ছোট ভুলের জন্য মাটি হয়ে যাক, এটা নিশ্চয়ই চাইবেন না, তাই ডেটে যাওয়ার আগে প্ল্যান করে নিন।
আরও শুনুন: Safety Pin আবিষ্কারের এই গল্প আপনাকে অবাক করবে
আপনার পছন্দের মানুষটিকে যদি আপনি আগে থেকেই চেনেন, তাহলে তো অনেকটাই এগিয়ে রয়েছেন। যদি না চেনেন, ডেটে যাওয়ার আগে তার ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখে নিন। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের স্ট্যাসাস দেখলে একটা ধারনা পাবেন। সেখান থেকে বুঝে নিতে পারবেন তার পছন্দ অপছন্দের বিষয়। দেখবেন, তখন আবার পোস্টে লাইক বা কমেন্ট করে বসবেন না।
ডেটিং-এ কোথায় যাবেন সেটা আগে ঠিক করুন। ভেন্যু কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। খুব ব্যস্ত এমন কোনও জায়গা বাছবেন না। দুজনে কথা বলে ঠিক করে নিন।
আরও শুনুন: পৃথিবীর নানা প্রান্তের যৌনতার এইসব রীতি আপনাকে অবাক করবে
এরপর আসে, কী পরবেন? এমন একটা ড্রেস বাছুন যা আপনার ক্যারি করতে কোনও অসুবিধা হবে না। আপনার বন্ধু এথনিক পছন্দ করে বলে আপনি এথনিক আউটফিটে ল্যাজেগোবরে অবস্থায় তার কাছে পৌঁছলেন, তা যেন না হয়। মনে রাখবেন আপনি ডেটে যাচ্ছেন। বর বা কনের বাড়ির কেউ আপনাকে দেখতে আসছে না। সময়ে দেখা করবেন সেই হিসাবে পোশাকের রং বাছুন। সাজগোজ যেন চোখের পক্ষে আরামদায়ক হয়।
বাকি টিপস শুনুন প্লে বাটন ক্লিক করে।